০
চাঁদপুরে মতলব উত্তরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১০টি ড্রেজার, ১টি বাল্কহেড ও দুইটি স্পিডবোটসহ ৪৩ জন শ্রমিককে আটক করা হয়েছে। এসময় আটককৃতদের কাছ থেকে অবৈধ বালু বিক্রির
শনিবার (৬ জুলাই) বিকেল ৪ টায় মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি সূত্রে এসব তথ্য জানা যায়।
পুলিশ জানায়, শনিবার সকাল ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত মেঘনা নদীতে অভিযান চালিয়ে মোহনপুর ইউনিয়নের
নাসিরারচর এলাকা থেকে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তাদের আটক করা হয়।
অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান, চাঁদপুর কোস্টগার্ডের চীফ পেটি অফিসার মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলাম। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও জানায় পুলিশ।