আজ রবিবার

২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

৬ই শাবান, ১৪৪৭ হিজরি

এখন সময়:

সকাল ১১:০৮

মিছিলে হামলার ঘটনায় জেলা যুবদলের নিন্দা ও বিচার দাবী

197 Views

মতলব উত্তরে মিছিলে হামলায় আহত উপজেলা যুবদল নেতৃবৃন্দ আহতের ঘটনায় বিচার চেয়েছেন চাঁদপুর জেলা যুবদল।

শুক্রবার (১৩ জুন) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন জেলা যুবদলের সহ-দফতর সম্পাদক মোঃ ইউসুফ গাজী।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ ই জুন ২০২৫ইং মতলব উত্তর উপজেলার ৫ নং দুর্গাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর বাজার এলাকায় যুবদলের ঈদ পুনর্মিলনী কর্মসূচী চলাকালীন কিছু দুষ্কৃতিকারী অতর্কিত হামলা করে। ঐ হামলায় মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ফয়সাল আহমেদ সোহেল ও যুগ্ম আহবায়ক মঞ্জুর আহমেদ মামুন সহ যুবদলের একাধিক নেতৃবৃন্দ গুরুতর আহত হয়। হামলাকারীরা যুবদলের যুগ্ম আহ্বায়ক মঞ্জুর আহমেদ মামুন এর একটি চোখ উপড়ে ফেলে।

যুবদলের নেতৃবৃন্দের উপর এহেন নৃশংস ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং হামলার সাথে জড়িত সকল সন্ত্রাসীদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি জোড় দাবি জানিয়েছেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক ও সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খাঁন আকাশ।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ