আজ মঙ্গলবার

১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

এখন সময়:

সকাল ৯:২৯

পিআর পদ্ধতির একটি ভোটও নস্ট হবে না: ডাঃ মোবিন

75 Views

চাঁদপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ডাঃ আঃ মোবিন বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের একটি ভোটও নস্ট হবে না। প্রত্যেকটি ভোটই সরকার গঠনে কাজে লাগবে।

শুক্রবার সকালে মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি, আনোয়ারপুর, বাংলাবাজার এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

ডাঃ আঃ মোবিন আরো বলেন, বিশ্বের বিভিন্ন দেশে পিআর পদ্ধতি চালু রয়েছে। এই পদ্ধতিতে ভোট হলে দেশে দূর্নীতি বন্ধ হয়ে যাবে। আগামী ১ হাজার বছরেও এই দেশে সৈরতন্ত্র সৃষ্টি হবে না যদি পিআর পদ্ধতি বাস্তবায়ন হয়। একটি গোষ্ঠি পিআর পদ্ধতি চায় না। কারণ পিআর পদ্ধতি বাস্তবায়ন হলে তারা দূর্নীতি করতে পারবে না এবং দেশ ও জনগণ বেশি লাভবান হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় এবং দূর্নীতি মুক্ত দেশ গড়তেই জামায়াতে ইসলামী পিআর পদ্ধতিতে ভোট চাইছে। তবে জনগণ চাইলেই পিআর পদ্ধতিতে নির্বাচন হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল বাশার, সেক্রেটারী মেহেদী হাসান নাজির, দূর্গাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মোঃ আলাউদ্দিন খান প্রমুখ।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ