বিএনপির কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও চাঁদপুর-২ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, স্বৈরাচার আওয়ামী লীগ চেয়েছিল বিএনপিকে ভেঙ্গে টুকরো টুকরো করে দিতে। কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দুরদর্র্শী নেতৃত্বের কারণে তা পারে নি। বরং বিএনপির নেতৃত্বে আরো মজবুত হয়েছে। এবং সাধারণ জনগণ বিএনপির সাথে ছিল।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে ফতেপুর পূর্ব ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিএনপির ৩১ দফা বাস্তবায়নে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি উপলক্ষ্যে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. জালাল উদ্দিন আরো বলেন, ফ্যাসিষ্ট সরকার দেশের বিচার বিভাগ, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও সকল সেক্টরগুলো ধ্বংস করে দিয়েছে। তাদের আমলে মানুষ সঠিক বিচার পায়নি। সাধারণ মানুষ বিনা মামলায় জেল খেটেছে। মানুষ স্বাস্থ্য সেবা পায় নি। ভালভাবে লেখাপড়া করতে পারে নি। কোন সেক্টরই পরিপূর্ণ ছিল না। তারা শুধু দূর্ণীতি করে দেশের টাকা বিদেশে পাচার করে দিয়েছে।
তিনি বলেন, আগামী নির্বাচন যথা সময়ে হবে এবং নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনবে। আর বিএনপি সরকার হবে বাংলাদেশের জনবান্ধন সরকার। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সকল সেক্টর উন্নত হবে। বিশ্বের বুকে দাঁড়াবে এক নতুন বাংলাদেশ। তাই আসুন নির্বাচন সামনে রেখে আমরা যার যার অবস্থান থেকে দলের জন্য কাজ করি। দল যাকেই মনোনয়ন দিবেন তাকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করবো।
ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল সরদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. জালাল উদ্দিনের সহধর্মীনি ইঞ্জি. শাহনাজ শারমিন। আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, গণি তফাদার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী প্রমুখ। আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, আঃ মান্নান সাগর, মোশারফ হোসেন মুরাদ, সাবেক সহ-সভাপতি আলমগীর ঢালী, উপজেলা মহিলা দলের সভাপতি ফারজানা সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শাহজালাল, উপজেলা শ্রমিক দলের সভাপতি আঃ মালেক মোল্লা, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মৃধা, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু জাফর, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জসিম সহ শত শত নেতাকর্মী এবং সহস্রাধিক নারী।