আজ শুক্রবার

৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এখন সময়:

রাত ১২:০৮

৫৪ বছরের অন্যায়ের জবাব দেবে ইসলামী রাজনীতি : মুফতি সাকী

165 Views

বাংলাদেশ ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকী বলেছেন, ৫৪ বছরের অন্যায়ের জবাব দেবে ইসলামী রাজনীতি। দেশের মানুষ যে অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেই অধিকারগুলো ফিরিয়ে দেওয়াই আমাদের কাজ।

তিনি বলেন, ইসলামী আন্দোলন রাষ্ট্রক্ষমতায় এলে জুলুম-নির্যাতন, সন্ত্রাস, মাদকমুক্ত একটি কল্যাণকর রাষ্ট্র উপহার দিতে পারব। এ লক্ষ্যেই আমরা কাজ করছি। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে মতলব উত্তর ও দক্ষিণ ইসলামী আন্দোলনের আয়োজনে শ্রীরায়েরচর ব্রিজ চত্বরে দিনব্যাপী নির্বাচনী শোডাউন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মুফতি মানসুর আহমদ সাকী বলেন, মতলবের মানুষ এখনো তাদের মৌলিক অধিকার ফিরে পায়নি। এ এলাকার যে উন্নয়ন হওয়ার কথা ছিল তা হয়নি। ঢাকা থেকে মতলবের দূরত্ব খুব কম হলেও যোগাযোগ ব্যবস্থার অভাবে অর্থনৈতিকভাবে এ অঞ্চল পিছিয়ে আছে। আমরা ক্ষমতায় এলে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটাব।
তিনি আরও বলেন, কালীপুর থেকে ভবেরচর-গজারিয়া পর্যন্ত যে সেতুটি দীর্ঘদিন ধরে পরিকল্পনায় আছে, আমরা নির্বাচিত হলে সেই সেতু বাস্তবায়ন করব। এতে ঢাকার সঙ্গে মতলবের সরাসরি যোগাযোগ স্থাপন হবে এবং মতলবের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে।

আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রতি জনগণের সাড়া প্রসঙ্গে ইসলামী যুব আন্দোলনের এ নেতা বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশজুড়ে মানুষের একটাই প্রত্যাশা— ইসলামী শাসন প্রতিষ্ঠা। ৫৪ বছর অনেক দল, অনেক প্রতীক দেখেছে মানুষ, এখন তারা ইসলামকে চায়। সেই জায়গা থেকেই আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। মতলবের মানুষ দল-মত নির্বিশেষে পরিবর্তন চায়, সেই পরিবর্তনের জন্যই তারা হাতপাখা বেছে নেবে। মুফতি সাকী বলেন, আমরা বিজয়ী হতে পারলে মতলবকে একটি শান্তিময়, নিরাপদ, মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজে পরিণত করব।

এ সময় উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মাওলানা মাকসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক হেলাল আহমদ, কেন্দ্রীয় নেতা শাহজাহান আল হাবিবী, মতলব উত্তর সভাপতি হাবিবুর রহমান, সেক্রেটারি ডালিম চৌধুরী, মুজাহিদ কমিটির সভাপতি আতাউল্লাহ মহসিন ও পৌর সভাপতি গাজী এমদাদুল হক মানিক।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ