আজ রবিবার

১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

এখন সময়:

সকাল ৬:১৪

মতলব উত্তরে দুধ ঢেলে রাজনীতি ছাড়লেন যুবদল কর্মী

308 Views

চাঁদপুরের মতলব উত্তরে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র এক কর্মী।

শনিবার নিজের মাথায় জগের পর জগ দুধ ঢেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করে এই সিদ্ধান্তের ঘোষণা দেন ইউনিয়ন যুবদলের সদস্য মো. হোসেন মিয়া।

কলাকান্দা ইউনিয়নের এই যুবদল কর্মী জানান, দলীয় রাজনীতিতে গত ১৭ বছর ধরে ত্যাগ ও শ্রম দিলেও প্রতিদান হিসেবে পেয়েছেন শুধু অপমান, অবহেলা ও লাঞ্ছনা। অর্থ ও প্রভাবের রাজনীতিতে পিছিয়ে পড়ায় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগও করেন তিনি।


হোসেন মিয়া বলেন, “আওয়ামী লীগ–বিএনপি দুই দলেই এখন টাকা ও প্রভাবের রাজনীতি চলছে। দীর্ঘদিন শ্রম দিলেও কেউ মূল্যায়ন করেনি।” অভিমান ও মানসিক কষ্ট থেকেই প্রতীকী প্রতিবাদ হিসেবে দুধ দিয়ে গোসল করে সব ধরনের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

এদিকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

TAGGED:
Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ