আজ রবিবার

১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

এখন সময়:

রাত ৩:২০

চাঁদপুর-২ আসনে এনসিপির মনোনয়ন পেলেন বিন্দু

37 Views

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আখতার হোসেন এসব প্রার্থীর নাম প্রকাশ করেন।

ঘোষিত তালিকা অনুযায়ী, চাঁদপুর–২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনে এনসিপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ইসরাত জাহান বিন্দু। তরুণ নেতৃত্ব থেকে উঠে আসা এই নারী দীর্ঘদিন ধরে সংগঠন ও মাঠপর্যায়ের আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

ইসরাত জাহান বিন্দু ১৯৯৮ সালে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মোবারকদি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি অর্থনীতিতে পুরানবাজার ডিগ্রি কলেজ থেকে স্নাতক এবং চাঁদপুর সরকারি কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। জুলাই অভ্যুত্থান–পরবর্তী সময় তিনি চাঁদপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন এবং আহত ও শহীদ পরিবারদের পাশে দাঁড়ানোর মাধ্যমে মানবিক নেতৃত্বের প্রমাণ রাখেন।

বর্তমানে তিনি এনসিপির অঙ্গসংগঠন ‘জাতীয় যুবশক্তি’-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তেজগাঁও জোনের আওতাধীন ৯ থানা এবং কুমিল্লা অঞ্চলের ৬ জেলার সাংগঠনিক দায়িত্ব সফলভাবে পরিচালনা করছেন। সংগঠনে তাঁর দক্ষতা, সততা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ তিনি সম্প্রতি ‘অর্থ বিষয়ক উপকমিটি’র সদস্য পদেও মনোনীত হয়েছেন।
চাঁদপুর–২ আসনের উন্নয়ন, বৈষম্যহীন সমাজ গঠন এবং তরুণদের রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করাকে নিজের প্রধান লক্ষ্য হিসেবে দেখছেন বিন্দু। তিনি বিশ্বাস করেন, নীতিনিষ্ঠ ও জবাবদিহিমূলক নেতৃত্বই পরিবর্তনের পথ তৈরি করতে পারে।

ইসরাত জাহান বিন্দু দীর্ঘদিন ধরে নারী নেতৃত্ব গড়ে তোলায় কাজ করছেন। আন্দোলনের কঠিন সময়, সাংগঠনিক চাপে কিংবা সাইবার হ্যারাসমেন্টের ঘটনায় তিনি নারীদের পাশে দাঁড়িয়ে দিকনির্দেশনা, কাউন্সেলিং ও আইনি সহায়তা দিয়ে হয়ে ওঠেছেন তাদের নির্ভরতার জায়গা।

তাঁর মতে, সমাজের অগ্রগতি তখনই সম্ভব, যখন নারীরা সমানভাবে সিদ্ধান্ত গ্রহণের টেবিলে স্থান পাবে।
তিনি একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও নেতৃত্ব–সমৃদ্ধ মতলব গড়ার প্রত্যয়ে এগিয়ে যেতে চান, যেখানে যোগ্যতার ভিত্তিতেই নেতৃত্ব তৈরি হবে এবং তরুণরা সক্রিয়ভাবে রাষ্ট্রগঠনে অংশ নিতে পারবে।

এ আসনে ইতোমধ্যে বিএনপি, জামায়াত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরাও মাঠে নেমে এসেছেন। বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন ড. মো. জালাল উদ্দিন, জামায়াতের ডা. আব্দুল মোবিন, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি মানসুর আহমেদ সাকী।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ