ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই নির্বাচনী আচরণবিধির প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজ হাতে পোস্টার অপসারণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-২ আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে তিনি মতলব উত্তর উপজেলার লুধুয়া এলাকার বিভিন্ন দেয়াল ও টিনের বেড়ায় লাগানো পোস্টার খুলে ফেলেন। তার এ উদ্যোগের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।
এতে অনুপ্রাণিত হয়ে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল ও ছাত্রদলের নেতাকর্মীরাও নিজ উদ্যোগে নিজ নিজ এলাকার ব্যানার, পোস্টার, ফেস্টুন, বিলবোর্ড ও তোরণ অপসারণ শুরু করেন।
ড. জালাল উদ্দিন বলেন, “নির্বাচনের দিনক্ষণ উল্লেখ করে তফসিল ঘোষণা করা হয়েছে। সঙ্গে আচরণবিধির গণবিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। তাই রাষ্ট্রের আইনকে সম্মান জানিয়ে আমরা নিজেরাই প্রচারসামগ্রী সরিয়ে নিচ্ছি। দলীয়ভাবে সবাইকে ২৪ ঘণ্টার মধ্যে পোস্টার-ব্যানার অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।”
মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এনামুল হক বাদল বলেন, “তফসিল ঘোষণায় প্রধান নির্বাচন কমিশনারকে অভিনন্দন। আমরা আচরণবিধি মেনে প্রচার কাজ পরিচালনা করবো। প্রার্থী ড. জালাল উদ্দিন নিজেই পোস্টার অপসারণ করায় আমরা আরও উজ্জীবিত হয়েছি। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সর্বোচ্চ সহযোগিতা করবে।”