আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মুফতি মানসুর আহমদ সাকী।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মতলব উত্তর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনির কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করেন।
মুফতি মানসুর আহমদ সাকী বর্তমানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এবার ভোটের মাঠে বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।” সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে হাতপাখা প্রতীক বিজয়ী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, চাঁদপুর-২ আসনে এবার ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে মুফতি সাকীর মনোনয়ন গ্রহণ রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি করেছে।