দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
তারেক রহমানকে স্বাগত জানাতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে দুই উপজেলা থেকে ১০ হাজারেরও বেশি নেতাকর্মী ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন।
দলীয় সূত্র জানায়, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল সমন্বিতভাবে প্রস্তুতি সম্পন্ন করে বাস, মাইক্রোবাস ও লঞ্চযোগে নেতাকর্মীদের ঢাকায় পাঠানো হয়েছে। মঙ্গলবার থেকেই অনেক নেতাকর্মী ব্যক্তিগত উদ্যোগে ঢাকায় অবস্থান নেন এবং বুধবার নির্ধারিত স্থানে সমবেত হন।
মতলব উত্তর উপজেলা বিএনপির নেতারা জানান, দীর্ঘদিন পর তারেক রহমানকে দেশে সরাসরি দেখতে পারা নেতাকর্মীদের জন্য আবেগঘন ও ঐতিহাসিক মুহূর্ত। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে বিএনপি নতুন রাজনৈতিক পথচলায় এগিয়ে যাবে।
চাঁদপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, “মতলব উত্তর ও দক্ষিণের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা থেকে সংগঠিতভাবে নেতাকর্মীরা ঢাকায় এসেছেন। এই জনস্রোত প্রমাণ করে, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ ও শক্তিশালী।”