ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের লক্ষ্যে সরাসরি ভোটারদের সঙ্গে সংযোগ স্থাপন করেছে এনসিপি।
শুক্রবার (২৬ ডিসেম্বর) মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে এনসিপির মনোনীত প্রার্থী ইসরাত জাহান বিন্দুর উদ্যোগে ব্যাপক প্রচারণা ও মতবিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রচারণাকালে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন ইসরাত জাহান বিন্দু। তিনি ভোটারদের মতামত শোনেন, তাদের উদ্বেগ ও প্রত্যাশার কথা গুরুত্বসহকারে গ্রহণ করেন এবং গণভোটে অংশগ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে তিনি এনসিপির ভবিষ্যৎ পরিকল্পনা, উন্নয়ন ভাবনা ও পরিবর্তনের রূপরেখা তুলে ধরেন।
এ বিষয়ে ইসরাত জাহান বিন্দু বলেন, “আজ ছেংগারচর বাজারে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে জনগণের সঙ্গে সরাসরি কথা বলেছি। মানুষের ভাবনা শুনেছি, তাদের প্রত্যাশা জেনেছি এবং আমাদের ভিশন তাদের সামনে তুলে ধরেছি।”
তিনি আরও জানান, জনগণের সাড়া অত্যন্ত আশাব্যঞ্জক। “আলহামদুলিল্লাহ, মানুষ আমাদেরকে খুবই ইতিবাচকভাবে গ্রহণ করছে। তাদের চোখে ভরসা আর কথায় উৎসাহ-সব মিলিয়ে আমরা অনুপ্রেরণাদায়ক সাড়া পাচ্ছি। আমরা জনগণের দোরগোড়ায় যাচ্ছি, আর তারা আন্তরিকভাবে আমাদের সঙ্গে এগিয়ে যেতে চাইছে।”
স্থানীয় ভোটারদের মতে, সরাসরি মাঠে নেমে সাধারণ মানুষের কথা শোনা ও মতবিনিময়ের এই উদ্যোগ নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। তারা আশা প্রকাশ করেন, আগামী দিনে উন্নয়ন ও পরিবর্তনের প্রশ্নে জনগণের মতামতকে প্রাধান্য দেওয়া হবে।
গণভোটকে কেন্দ্র করে এমন সরাসরি জনসংযোগ কার্যক্রম চাঁদপুর-২ আসনের নির্বাচনী পরিবেশে বাড়তি আলোচনার জন্ম দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।