জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত প্রার্থী ইসরাত জাহান বিন্দু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রোববার (২৮ ডিসেম্বর) মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
এসময় জুলাই আন্দোলনে শহীদ আব্দুর রহমানের পরিবারের সদস্য, আন্দোলনে আহত ব্যক্তিবর্গসহ মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় নেতাকর্মীরা বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই হবে আসন্ন নির্বাচনের মূল শক্তি। তাঁরা আশা প্রকাশ করেন, জনগণের সমর্থনে ইসরাত জাহান বিন্দু একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে পারবেন।
মনোনয়ন সংগ্রহ শেষে ইসরাত জাহান বিন্দু বলেন, সাধারণ মানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠাই তাঁর রাজনৈতিক অঙ্গীকার। জনগণের পাশে থেকে তাঁদের প্রত্যাশা পূরণে তিনি কাজ করতে চান বলেও জানান তিনি।
এনসিপির নেতারা মনে করছেন, এই মনোনয়ন সংগ্রহের মধ্য দিয়ে মতলব অঞ্চলের রাজনৈতিক অঙ্গনে নতুন গতি সঞ্চার হয়েছে এবং নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও প্রাণবন্ত হবে।