আজ মঙ্গলবার

৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

১০ই রজব, ১৪৪৭ হিজরি

এখন সময়:

ভোর ৫:৩০

চাঁদপুর-২ আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন জমা

300 Views

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর -২ (মতলব দক্ষিণ-মতলব উত্তর) আসন থেকে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) পর্যন্ত চাঁদপুর জেলা রিটার্নিং অফিস, মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে ১৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ২০ জন প্রার্থী।

চাঁদপুর -২ আসন থেকে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ড. জালাল উদ্দিন, বিএনপির বিদ্রোহী ৩ জন (স্বতন্ত্র) প্রার্থী এম এ শুককুর পাটোয়ারী, তানভীর হুদা ও ডা. মাহবুব আহমেদ শামীম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডা:আবদুল মোবিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মানছুর আহমেদ সাকী,জাতীয় পার্টির এমরান হোসেন মিয়া, নাগরিক ঐকের এনামুল হক , এলডিপির বিল্লাল হোসেন মিয়াজী, এবি পার্টির রাশিদা আক্তার মিতু,গণঅধিকার পরিষদের বি এম গোলাপ হোসেন, স্বতন্দ্র (এনসিপি বিদ্রোহী) ফয়েজুন্নুর আখন রাসেল, বাংলাদেশ লেবার পার্টির নাসিমা নাজনীন সরকার।

সূত্রে আরো জানা যায়, চাঁদপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার,মতলব দক্ষিণ উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার কে এম ইশমাম এবং মতলব উত্তর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির নিকট বিভিন্ন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

সহকারী রিটার্নিং অফিসার ও মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমাম বলেন, কোনো বিশৃঙ্খলা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে প্রার্থী ও তাদের নেতা কর্মীরা নির্বাচনের আচরণবিধি মেনেই উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা তাদের দাখিল করেন।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ