আজ শনিবার

৩রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

১৪ই রজব, ১৪৪৭ হিজরি

এখন সময়:

রাত ১:৫৭

বিএনপি নেতা নুরুল হক সরকারের বহিষ্কার আদেশ প্রত্যাহার

276 Views

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ নুরুল হক সরকারের বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে। একই সঙ্গে তার প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে পূর্বে বহিষ্কৃত নুরুল হক সরকারসহ দেশের বিভিন্ন জেলার কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে গৃহীত শাস্তিমূলক সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।

আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট নেতাকর্মীদের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ