আজ রবিবার

২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

৬ই শাবান, ১৪৪৭ হিজরি

এখন সময়:

ভোর ৫:৩৮

আপিলে ফিরল চাঁদপুর-২ আসনে হাতপাখার প্রার্থিতা

228 Views

চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি মানসুর আহমদ সাকীর মনোনয়নপত্র আপিলে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ফলে প্রার্থিতা ফিরে পেয়ে আবারও নির্বাচনী মাঠে সক্রিয় হচ্ছেন তিনি।

শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন তার দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। এর আগে হলফনামায় স্বাক্ষর-সংক্রান্ত ত্রুটির কারণে যাচাই-বাছাইয়ে তার মনোনয়ন বাতিল করা হয়েছিল।

আপিলের রায়ে সন্তোষ প্রকাশ করে মুফতি মানসুর আহমদ সাকী সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, “আলহামদুলিল্লাহ, আপিলে নির্বাচন কমিশন আমাকে বৈধ ঘোষণা করেছেন।” তিনি আইনানুগ ও শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ ও কর্মসূচি জনগণের কাছে তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, চাঁদপুর-২ আসনে প্রাথমিকভাবে একাধিক প্রার্থীর মনোনয়ন বাতিল হলেও আপিল শুনানির মাধ্যমে কয়েকজন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান। মুফতি মানসুর আহমদ সাকীর প্রার্থিতা পুনর্বহালের মধ্য দিয়ে এ আসনের নির্বাচনী প্রতিযোগিতা আরও জোরদার হবে বলে মনে করছেন রাজনৈতিক নেতাকর্মীরা।

নির্বাচন কমিশন সুত্রে জানা যায়, এবার সারাদেশে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। শনিবার শুরু হওয়া এ শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।

TAGGED:
Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ