আজ রবিবার

২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

৬ই শাবান, ১৪৪৭ হিজরি

এখন সময়:

ভোর ৫:৩৮

চাঁদপুর-২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী বিল্লাল মিয়াজী

812 Views

চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজীর নাম ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ১১ দলীয় জোট ঘোষিত সাত প্রার্থীর তালিকায় চাঁদপুর-২ আসনের প্রার্থী হিসেবে বিল্লাল হোসেন মিয়াজীর নাম প্রকাশ করা হয়। এলডিপির অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।

দলীয় সূত্র জানায়, এলডিপির মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমদ বিএনপিতে যোগদান করায় দলটির মহাসচিব পদ শূন্য হয়। সাংগঠনিক ধারাবাহিকতা বজায় রাখতে এবং দলের কার্যক্রম সচল রাখতে অভিজ্ঞ ও ত্যাগী নেতা হিসেবে মো. বিল্লাল হোসেন মিয়াজীকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়।

এলডিপির প্রতিষ্ঠালগ্ন থেকেই বিল্লাল হোসেন মিয়াজী দলটির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কেন্দ্রীয় সদস্য, প্রচার সম্পাদক, যুগ্ম মহাসচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছেন। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দলকে শক্তিশালী করতে তাঁর ভূমিকা নেতাকর্মীদের মধ্যে প্রশংসিত।

বিল্লাল হোসেন মিয়াজী চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের নন্দলালপুর গ্রামের সন্তান। নিজ এলাকায় তিনি একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির ও সক্রিয় রাজনৈতিক সংগঠক হিসেবে পরিচিত।

তাঁকে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা করায় চাঁদপুর-২ আসনের রাজনীতিতে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিকরা। একইসাথে জোটসঙ্গী জামায়াতের প্রার্থী ডা. মোবিনের নামও ব্যাপকভাবে চাউর হচ্ছে স্থানীয় রাজনীতিতে।

TAGGED:
Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ