আজ শনিবার

২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

৫ই শাবান, ১৪৪৭ হিজরি

এখন সময়:

সন্ধ্যা ৭:১৬

জোটের সিদ্ধান্তে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী ডা. মোবিন

402 Views

চাঁদপুর–২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনে জোট রাজনীতির সমীকরণে বড় পরিবর্তন এসেছে। ১০ দলীয় জোটের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. আ. মোবিন তার মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন পোস্টে দলের কেন্দ্রীয় নির্দেশনা এবং জোটের বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। এর মাধ্যমে চাঁদপুর–২ আসনে জামায়াত প্রার্থী থাকা নিয়ে দীর্ঘদিনের আলোচনা ও জল্পনা–কল্পনার অবসান ঘটে।

ডা. মোবিন তার পোস্টে মাঠপর্যায়ের নেতাকর্মী, সহযোদ্ধা ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি লেখেন—“আলহামদুলিল্লাহ— মাঠে নেতা-কর্মী, সহযোদ্ধা, শুভানুধ্যায়ী ও আমার সাহচর্যি—সবার প্রতি সশ্রদ্ধ সালাম, কৃতজ্ঞতা ও ভালোবাসা।”

তিনি আরও উল্লেখ করেন, মতলবের মাটি ও মানুষের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছেন, সেটিই তার রাজনৈতিক জীবনের অন্যতম বড় প্রাপ্তি।

জামায়াত প্রার্থী ডা. মোবিন জানান, মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত কেন্দ্রীয়ভাবে জানানো হয়েছে। তিনি বলেন, একজন শপথের কর্মী হিসেবে দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ তার নেই। তার ভাষায় “নমিনেশন প্রত্যাহারের সিদ্ধান্ত জানিয়েছে কেন্দ্র। আমি শপথের কর্মী। আমার কাছে দ্বিতীয় কিছু নাই।”

নির্বাচন থেকে সরে দাঁড়ালেও রাজনৈতিক কর্মকাণ্ড ও মানুষের পাশে থাকার অঙ্গীকার অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জামায়াতের এই নেতা।

তিনি বলেন, আল্লাহ যে পরিসরে সুযোগ দেবেন, সেখানেই তিনি মতলবাসীর সঙ্গে থাকবেন। মতলবের নদী, চর ও মানুষের সঙ্গে আজীবন পথচলার কথাও তার লেখায় উঠে আসে।

জামায়াত প্রার্থীর সরে দাঁড়ানোর পর চাঁদপুর–২ আসনে জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে এলডিপির (ছাতা প্রতীক) বিল্লাল হোসেনকে মনোনীত করা হয়েছে। ফলে এই আসনে অর্থবহভাবে নির্বাচনী মাঠে আর জামায়াতের কোনো প্রার্থী থাকছে না।

ডা. মোবিনের মনোনয়ন প্রত্যাহারের ঘোষণায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জামায়াতের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আবেগ তৈরি হলেও জোটের স্বার্থে নেওয়া এ সিদ্ধান্তকে দলীয় শৃঙ্খলার দৃষ্টান্ত হিসেবে দেখছেন অনেকেই।

চাঁদপুর–২ আসনে নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। জামায়াত প্রার্থীর সরে দাঁড়ানো এই আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ১০ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

বৈধ প্রার্থীরা হলেন- বিএনপির মো. জালাল উদ্দিন, জামায়াতের ডা. আবদুল মুবিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মানছুর আহমেদ সাকি, বিআরপির ফয়জুন্নুর আখন রাসেল, এলডিপির বিল্লাল হোসেন, জাতীয় পার্টির মো. এমরান হোসেন মিয়া, গণঅধিকার পরিষদের গোলাম হোসেন, নাগরিক ঐক্যের এনামুল হক, আমার বাংলাদেশ পার্টির রাশেদা আক্তার এবং লেবার পার্টির নাসিমা আক্তার

TAGGED:
Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ