মতলবের ঐতিহাসিক ও ধর্মীয় ব্যক্তিত্ব পীর সাহেব বাগীচাপুর রহ. এর কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন চাঁদপুর-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি মানসুর আহমদ সাকী।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জিয়ারত শেষে নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে মতলব বাজারে গণসংযোগ করেন তিনি। এসময় পথচারীদের সঙ্গে কুশল বিনিময়, সাধারণ মানুষের সমস্যা ও প্রয়োজন সম্পর্কে খোঁজখবর নেন এবং দ্বীন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ‘হাতপাখা’ প্রতীকে ভোটের আহ্বান জানান মুফতি সাকী।
পরে মতলব বাজারে এক সংক্ষিপ্ত সমাবেশ, দোয়া-মোনাজাতে বিশেষভাবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য আল্লাহর নিকট প্রার্থনা করা হয়।
TAGGED:lead-news