চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সারপার ও চারটভাঙ্গা গ্রামের পাঁচ শতাধিক সনাতনী ধর্মাবলম্বী পরিবার বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নারায়ণপুর ডিগ্রি কলেজ সংলগ্ন মাঠে আয়োজিত ধানের শীষের পথসভায় তারা আনুষ্ঠানিকভাবে দলে যুক্ত হন।
অনুষ্ঠানে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. জালাল উদ্দিন উপস্থিত ছিলেন। এসময় সদ্য বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন ভূঁইয়া নবাগতদের ফুল দিয়ে স্বাগত জানান।
যোগদানকারীরা জানান, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তারা বিএনপির সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং ভবিষ্যতে নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সোহেল রানা প্রধানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, চাঁদপুর জেলা বিএনপির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোল্লা জাকির, নারায়ণপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ। পথসভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সনাতনী ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।