আজ বুধবার

১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

এখন সময়:

দুপুর ১২:৪৫

মতলব দক্ষিণে অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থী বহিষ্কার

61 Views

চলমান এসএসসি পরীক্ষার শেষ দিনে মঙ্গলবার (১৩ মে) মতলব দক্ষিণ উপজেলার আশ্বিনপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করেছে ম্যাজিষ্ট্র্যাট। বহিস্কৃত পরীক্ষার্থী নায়েরগাঁও উচ্চ বিদ্যালয়ের ব্যবসা শিক্ষা বিভাগের ছাত্র। তার নাম জয়ন্ত সরকার।

আশ্বিনপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রের সচীব ও ওই প্রতিষ্ঠানেট প্রধান শিক্ষক মোঃ মান্নান মিয়া বলেন, গতকাল মঙ্গলবার ছিল বাংলা দ্বিতীয় পত্র এবং শেষ পরীক্ষা।

কেন্দ্রের ২০৫ নং কক্ষের পরীক্ষার্থী নায়েরগাঁও উচ্চ বিদ্যালয়ের ব্যবসা শিক্ষা বিভাগের ছাত্র জয়ন্ত সরকারের সাথে বিষয়ভিত্তিক পরীক্ষার বইয়ের পাতা পাওয়ায় তাকে বহিষ্কার করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাবেদ হোসেন চৌধুরী। তবে এ কেন্দ্রে পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত আর কোন পরীক্ষার্থী বহিস্কার হয়নি বলেও জানান কেন্দ্র সচীব মোঃ মান্নান মিয়া।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট জাবেদ হোসেন চৌধুরী বলেন,ওই পরীক্ষার্থীকে সন্দেহ হলে প্লাস্টিকের ফাইলটি তল্লাশি করা হয়।ওই ফাইলে প্রবেশপত্রের সাথে বইয়ের পাতা (নকল) পাওয়া যায়। সে অপরাধে ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ