আজ মঙ্গলবার

৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এখন সময়:

সকাল ১০:৪৬

বিতর্ক প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন নাউরি আহম্মদিয়া উবি

230 Views

চাঁদপুরের মতলব উত্তরে মাধ্যমিক স্কুল পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নাউরি আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় দল।

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা; গড়বে আগামীর শুদ্ধতা” স্লোগানকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশন (দুদক) চাঁদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহযোগিতায় এই প্রতিযোগীতার আয়োজন করা হয়।

বুধবার (১৩ আগস্ট) উপজেলা পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে প্রতিযোগীতায় রানার্স-আপ হয় সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয় দল। এসময় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন নাউরি আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের দলনেতা সামিয়া আফরিন।

বিতর্ক প্রতিযোগীতায় দুইটি গ্রুপে উপজেলার ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান: সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়, চরকালিয়া উচ্চ বিদ্যালয়, জীবগাঁও জেনারেল হক স্কুল এন্ড কলেজ এবং নাউরী আহমদীয়া উচ্চ বিদ্যালয় অংশ নেয়।

এসময় তিনটি রাউন্ডের প্রতিযোগীতায় প্রথম রাউন্ডে: “দুর্নীতিবিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য, ২য় রাউন্ডে: “তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহারই দুর্নীতি দমনের কার্যকর উপায়” তৃতীয় এবং ফাইনাল রাউন্ডে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এই শিরোনামে বিতর্কের বিষয়বস্তু নির্ধারণ করা হয়।

এসময় অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন, রানার্স-আপ দল ও শ্রেষ্ঠ বক্তার হাতে দুদক লোগো সম্বলিত ক্রেস্ট, সনদপত্র ও বই তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, ‘বিতার্কিকদের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাড়তি পড়াশোনা করা লাগে। সাধারণ শিক্ষার্থীদের চাইতে একারণে বিতার্কিকরা জ্ঞান অর্জনের দিক থেকে এগিয়ে থাকেন। বিতর্ক চর্চায় শিক্ষার্থীদের আরো বেশি উদ্বুদ্ধ করার জন্য আমরা কাজ করবো। আমাদের শিক্ষার্থীরা উপজেলার গন্ডি ফেরিয়ে জাতীয় পর্যায়ে যাবে, আমরা শিক্ষার্থীদেরকে এমনভাবে গড়ে তোলার চেষ্টা করবো।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি একেএম তাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দুদক চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক তাপছির বিল্লাহ এবং মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম লাভলু।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন তাপছির বিল্লাহ, সরকারি পরিদর্শক অভিজিৎ দে এবং সহকারী অধ্যাপক ও গবেষক কামরুজ্জামান শিকদার। মডারেটর ছিলেন চাঁদপুর জেলার একাধিকবারের শ্রেষ্ঠ বিতার্কিক প্রভাষক রুবেল হোসেন।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ