আজ রবিবার

৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

১৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এখন সময়:

দুপুর ২:২২

মতলবে ২১৩ শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ঈদে মিলাদুন্নবী’ পালিত

152 Views

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ২শ’১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।

দিনটি উপলক্ষে শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকেই উপজেলার বিভিন্ন স্কুল,কলেজ ও মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল দশটায় মতলব সরকারি কলেজে শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মতলব সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল কালাম আজাদ ।

জ্যেষ্ঠ প্রভাষক মনিরুজ্জামানের পরিচালনায় আলোচনা করেন সহকারী অধ্যাপক এ এইচ এম মোস্তাফিজুর রহমান, জ্যেষ্ঠ প্রভাষক কামাল হোসেন,মোঃ মিজানুর রহমান,প্রভাষক মোঃ জাকির হোসাইন।এছাড়া রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজ, মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, মতলবগন্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ -ই মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, পবিত্র ঈদ -ই- মিলাদুন্নবী ( সাঃ) উপলক্ষে শনিবার সকাল দশটায় উপজেলার সবকটি শিক্ষা প্রতিষ্ঠানে মিলাদ ও নবীজির জীবনী সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়। তন্মোধ্যে ২৭ টি উচ্চ বিদ্যালয়,১৫ টি মাদ্রাসা, কলেজ ৬ টি এবং ১১৩ টি প্রাইমারি স্কুল ও ৫২ টি কিন্ডারগার্টেন স্কুলে দিবসটি পালন করা হয়।

এ সময় তাদের মুখে কালেমা আর নবীজীর প্রতি ভালোবাসার হামদ-নাত, আর হাতে হাতে কালেমা খচিত নানা রঙের পতাকা ছিল। এসব অনুষ্ঠানে শান্তি প্রতিষ্ঠায় মহানবীর (সা.) জীবনাদর্শের সঠিক অনুসরণ-অনুশীলনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় বক্তারা বলেন, ‘আজকের দিনে নবী করিম (সা.) পৃথিবীতে এসেছিলেন। তিনি শেষ জামানার শেষ নবী। আমরা উনার শেষ উম্মত। আল্লাহর নির্দেশ তোমরা উত্তম কোনো নেয়ামত পাইলে তার শুকরিয়া জ্ঞাপন করো। নবীকে পেয়েছি আমরা এটা আমাদের বড় নেয়ামত, এজন্য হুজুরের আগমন উপলক্ষে আমরা খুশি জ্ঞাপন করছি এবং তার জন্মদিন উপলক্ষে জশনে জুলুস উদযাপন করছি। মুসলমান হিসেবে সবচেয়ে বড় খুশির দিন। মহানবীর জীবন আদর্শকে অনুসরণ করার কথাও বলেন তারা।’

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ