ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন মতলব উত্তরের জীবগাঁও জেনারেল হক হাই স্কুল এন্ড কলেজের ১৬ তম ব্যাচের শিক্ষার্থী স্বাধীন খানবীর (২৬)। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার (৮ অক্টোবর) সকাল ৮:১৫ মিনিটে রাজধানীর শ্যামপুরের বাসায় তার মৃত্যু হয়। নিহত স্বাধীন ছেংগারচর পৌরসভার পশ্চিম জীবগাঁও গ্রামের মো: সাত্তার বকাউলের ছোট ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, নিহত স্বাধীনের জানাজা আসরের পর জীবগাঁও গ্রামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জানা যায়, ২০১০ সালে ৫ম শ্রেনীতে থাকা অবস্থায় চোখের মারাত্নক সমস্যায় পড়েন স্বাধীন। এরপর ২০১৭-১৮ সাল পর্যন্ত ধাপে ধাপে ইন্ডিয়াতে চিকিৎসা নেন। একসময় অর্থাভাবে আর ব্যয়বহুল চিকিৎসা নিতে পারেনি স্বাধীন।
সর্বশেষ, চলতি বছরের গত ২২ আগস্ট ভারতে ফের ৩৪ দিনের চিকিৎসা শেষে স্বাধীন দেশে আসেন। সেখানে চিকিৎসকরা, দুই মাসে ৮ টা ক্যামোথেরাপি নেওয়ার পরামর্শ দেন। এসময় তিনি ১ মাসের ক্যামোথেরাপি শেষ করে দেশে ফিরলে শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হতে শুরু করে। সোমবার শারীরিক নানান জটিলতায় জর্জরিত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
স্বাধীনের অকাল মৃত্যুতে তার পরিবার, সহপাঠী ও শিক্ষকদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।সহপাঠীদের ভাষ্য, স্বাধীন খুবই প্রাণচঞ্চল ও হাসি-খুশি স্বভাবের লোক ছিল। স্বাধীনের জন্য দোয়া চেয়েছেন তার স্বজন ও সহপাঠীরা।