চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় জেলার গর্ব। এ বিদ্যালয়ের মানবিক বিভাগের মেধাবী শিক্ষার্থী উম্মে হাবিবা কুমিল্লা শিক্ষা বোর্ডের ‘বোর্ড সেরাদের মধ্যে ১১তম শিক্ষার্থী’ হিসেবে নির্বাচিত হয়েছেন। উম্মে হাবিবা ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেন। তার বোর্ড রোল নং ৩৭১৪৩৪।
এছাড়া মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যায়ের ২০২৫ সালের এসএসসিতে জিপিএ-৫ পেয়ে বিজ্ঞান বিভাগ থেকে ইসরাত জাহান তনিমা সাধারণ গ্রেডে বৃত্তি লাভ, জেলা কোটায় ১৩২তম, রোল নং ১৭৯২৩৭, বিজ্ঞান বিভাগ থেকে স্নেহা রায় সাধারণ গ্রেডে বৃত্তি লাভ,রোল নং ১৭৯২৩৯, উপজেলা কোটায় তৃতীয় স্থান এবং একই বিভাগ থেকে পুস্পিতা দে সাধারণ গ্রেডে বৃত্তি লাভ,রোল নং ১৭৯২৪০, উপজেলা কোটায় চতুর্থ স্থান অর্জন করেছে।
মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ শাহ আলম বলেন, অত্র বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন স্যারের দিকনির্দেশনা এবং শিক্ষকবৃন্দের আন্তরিকতা ও পাঠদানের কারনে এ ফলাফল করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতে আরো ভাল ফলাফল অর্জন করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।