আজ মঙ্গলবার

১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এখন সময়:

সকাল ৬:৫৮

ছেংগারচরে নবীন শিক্ষার্থীদের ছাত্রদলের শুভেচ্ছা

204 Views

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নবাগত শিক্ষার্থীদের বরণ করেছে ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি শিক্ষার্থীদের ফুল, কলম ও শিক্ষা উপকরণ উপহার দিয়ে স্বাগত জানানো হয়।

এসময় তিনটি বিভাগের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা ও দিকনির্দেশনামূলক বক্তব্যের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় পুরো ক্যাম্পাসে।

বরণকালে উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটওয়ারী, সিনিয়র যুগ্ন আহ্বায়ক সজিব আল ফালাক, ছেংগারচর পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, সদস্য সচিব ফরহাদ হোসেন, ছেংগারচর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুর রহমান মুন্না, বর্তমান আহ্বায়ক জিয়াউল ইসলাম সরকার তুষার, সদস্য সচিব মো. সজীব মিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক নিহা মনি, যুগ্ম আহবায়ক মো: আজিম, রিয়াদ হোসেন, ছাত্রদল নেতা ইমন মোল্লা,
মো. জুয়েল, নুর এরফান, নিশীতা জামান নিশি, মেহেদী হাসান প্রমুখ।

এসময় ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, নবীন শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজন বা সমস্যায় পাশে থাকার প্রতিশ্রুতি নিয়েই তারা এই আয়োজন করেছেন। নতুনদের প্রতি শুভকামনা জানিয়ে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে সবাই মিলেমিশে একটি নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে পারবে।

এদিকে নবাগত শিক্ষার্থীরা এই উষ্ণ অভ্যর্থনার জন্য ছাত্রদলকে ধন্যবাদ জানান এবং এমন ইতিবাচক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। ছাত্রদলের এমন উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে উৎসাহ তৈরি করেছে এবং শিক্ষাজীবনের শুরুতেই একটি বন্ধুসুলভ পরিবেশের সূচনা করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ