আজ মঙ্গলবার

১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এখন সময়:

সকাল ৭:০০

মতলবে সরকারি কলেজের নবীনদের ছাত্রদলের শুভেচ্ছা

152 Views

দীর্ঘ ১৭ বছর পর মতলব সরকারি কলেজ (মসক) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল ও শিক্ষা উপকরণ সামগ্রী উপহার দিয়ে স্বাগত জানিয়েছে মতলব সরকারি কলেজ শাখা ছাত্রদল।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে কলেজের মূল ফটকে, বিভিন্ন বিভাগে নবীন শিক্ষার্থীদের হাতে ফুল, শুভেচ্ছা বার্তা, কলম ও চকোলেট দিয়ে বরণ করে নেয় সংগঠনের নেতাকর্মীরা।

মতলব সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. তামজিদ আহমেদ বলেন, আমরা নবীন শিক্ষার্থী ভাই বোনদের গোলাপ ফুল, কলম এবং চকোলেট দিয়ে কলেজ ছাত্রদলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। সেই সাথে তাদের নিরাপদ ও আনন্দ মুখর ক্যাম্পাসে পড়াশোনা করার নিশ্চয়তা দেই। আমরা শিক্ষার্থীদের অধিকার আদায়ে সবসময় তাদের পাশে থাকবো। শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলাই আমাদের লক্ষ্য। নবীন শিক্ষার্থীরা আমাদের এই উদ্যোগ কে সানন্দে গ্রহণ করেছেন।

মতলব পৌর ছাত্রদল নেতা ফয়সাল খন্দকার বলেন, কলেজের প্রতিটি শিক্ষার্থী আমাদের আপনজন। নিরাপদ, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত একটা ক্যাম্পাস গড়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের ন্যায্য অধিকার, গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের জন্য পাশে আছে এবং থাকবে। ছাত্রদল শিক্ষার পরিবেশ সুরক্ষায় কাজ করে। আমরা এমন একটা ক্যাম্পাস গড়ে তুলবো যেখানে থাকবে না কোনো বৈষম্য। থাকবে না দাঙ্গাবাজ। নতুনদের স্বপ্ন যেন বাধাহীনভাবে সামনের দিকে দূর্বার তারুণ্যের ন্যায় এগিয়ে যায়। আমরা বিশ্বাস করি কলেজ শুধু পড়াশোনার স্থান নয়, এটি স্বপ্ন গড়ে তোলার এক বিশাল ক্ষেত্র। নবীনরা যেন নিরাপদ, আনন্দময় ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস পায় সেই লক্ষে আমরা কাজ করবো। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের স্বার্থ ও ইতিবাচক পরিবেশ রক্ষায় কাজ করে যাবে।

কলেজের নবাগত শিক্ষার্থী মিথিলা আক্তার জানায়, আমি আজকে অনেক আনন্দিত। ভাবতেও পারি নাই কলেজের প্রথমদিনে আমি ছাত্রদলের ভাইদের কাছ থেকে ফুল, কলম, চকোলেট পাব। সত্যিই আমি মুগ্ধ।

বিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা বলেন, বেশ অবাক লেগেছে। ভাবিনি কেউ এভাবে এগিয়ে এসে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে। কলেজ জীবনের শুরুটা এত সুন্দর যা আমার জীবনে ভবিষ্যতে স্মৃতি হয়ে থাকবে।

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মতলব সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন সাকিল, নাজমুল ইসলাম শাওন, মো. শাওন, মেহেদী হাসান, মো. সাকিল হোসেন ও শাখাওয়াত বাবু, রাফসান সরকার হৃদয়, সাকিব, আল আমিন, সাদেক প্রধান, জসিম প্রধান, আশরাফুলসহ অন্যান্যরা।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ