এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গঠন কার্যক্রম বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে। আদালতের আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের গত ৮ সেপ্টেম্বরের এ সংক্রান্ত পরিপত্র ৩ মাসের জন্য স্থগিত থাকবে বলে জানানো হয়েছে। এ অফিস আদেশ শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলছেন, কমিটি কার্যক্রম আপাতত স্থগিত রেখেছি। যেহেতু আদালত আমাদের আদেশ দিয়েছে। আমাদের পরিপত্র স্থগিতের প্রেক্ষিতে এ নির্দেশনা দেয়া হয়েছে। এ নিয়ে আদালতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপিল করা হয়েছে। যেহেতু আদালত আদেশ দিয়েছে সেক্ষেত্রে আপাতত কমিটি কার্যক্রম স্থগিত থাকবে। আপিলের শুনানি হওয়ার পর নতুন তথ্য বলা যাবে। এর আগে এ নিয়ে কিছু বলা যাচ্ছে না।
অফিস আদেশে বলা হয়েছে, হাইকোর্ট বিভাগে দায়ের করা রিট পিটিশনের প্রেক্ষিতে ২১ অক্টোবরের আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ৮ সেপ্টেম্বরের জারি করা পরিপত্রটি ৩ মাসের জন্য স্থগিত করা হয়েছে। এমন পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই পরিপত্রের আলোকে নতুন কোনো কার্যক্রম গ্রহণ না করার জন্য নির্দেশ দেয়া হলো।
এর আগে গত ২১ অক্টোবর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে চলতি বছরের ৩০ নভেম্বরের মধ্যে ব্যবস্থাপনা (ম্যানেজিং) কমিটি গঠন এবং সব অ্যাডহক কমিটি আগামী ১ ডিসেম্বর বিলুপ্ত হবে—মন্ত্রণালয়ের এমন পরিপত্রের কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট।
পরিপত্রটি বৈষম্যমূলক মর্মে শুরু থেকেই সমালোচিত হয়ে আসছিলো। গত ৮ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগ পরিপত্রটি জারি করে।
জানা যায়, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাস্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪–এ চলতি বছরের ২৮ ও ৩১ আগস্ট সংশোধনী আনে ঢাকাসহ বিভিন্ন শিক্ষা বোর্ড। ম্যানেজিং কমিটির সভাপতি মনোনয়নসংক্রান্ত ১৩(১) বিধি এবং যোগ্যতাসংক্রান্ত ৬৪(৩) সংশোধিত বিধির বৈধতা চ্যালেঞ্জ করে এমরান হোসেনসহ চারটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতি গত রোববার রিটটি দায়ের করেন।
পরে শিক্ষা মন্ত্রণালয় এই আদেশের বিরুদ্ধে আপিল করে। এমন পস্থিতিতে আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় আদালতের আদেশ বাস্তবায়নের নির্দেশ দিয়েছে।