আজ মঙ্গলবার

১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এখন সময়:

দুপুর ১২:৪৮

ঢাকায় আন্দোলনে আহত হয়ে মতলবের শিক্ষিকার মৃত্যু

327 Views

রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন চাঁদপুরের মতলব উত্তরের মেধাবী ও ৫নং ঝিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তার।

১০ম গ্রেডসহ তিন দফা দাবিতে আয়োজিত মহাসমাবেশে পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। পরে রাজধানীর মিরপুর অলক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় তার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)

মতলব উত্তরের ঠাকুরচর এলাকার বাসিন্দা ফাতেমা আক্তারের বাবার নাম সুরুজ মোল্লা এবং স্বামী ডি. এম. সোলেমান। মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান শিক্ষক নেতারা ও সহকর্মীরা। এর আগে তিনি দক্ষিণ ব্যাসদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্ব পালন করেন। অত্যন্ত মেধাবী ও দায়িত্বশীল শিক্ষিকা হিসেবে পরিচিত এই নারী শিক্ষক ইডেন মহিলা কলেজ থেকে পদার্থ বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।এলাকার শিক্ষার্থী, অভিভাবক এবং সহকর্মীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত দায়িত্বশীল, কোমলমনা ও নিবেদিতপ্রাণ শিক্ষিকা।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক খাইরুন নাহার লিপি ও মো. আবুল কাসেম জানান, ফাতেমা আক্তারের স্বামী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আন্দোলনস্থলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর থেকেই তিনি গুরুতর অসুস্থ ছিলেন। এরপর কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ তিনি মারা যান।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষক সংগঠনের নেতারা। ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি শামসুদ্দিন মাসুদ লিখেছেন— “১০ম গ্রেড আন্দোলনের এক সাহসী যোদ্ধাকে হারালাম। মতলব উত্তরের গর্ব ফাতেমা আক্তার আমাদের ছেড়ে গেলেন।”

অন্যদিকে খাইরুন নাহার লিপি নিজের পোস্টে লেখেন— “ফাতেমা আপা শহীদ মিনারের আন্দোলনে ছিলেন। সাউন্ড গ্রেনেডের পর থেকে গুরুতর অসুস্থ ছিলেন। এ মৃত্যুর বিচার চাই। পাশাপাশি রাজনৈতিক বিভাজন না করে কালো ব্যাজ ধারণ করে শোক পালনের আহ্বান জানাই।”

তার মৃত্যুতে মতলব উত্তরসহ চাঁদপুরের শিক্ষা অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। একজন মেধাবী, সংগ্রামী ও আদর্শ শিক্ষকের মৃত্যুতে সর্বস্তরের মানুষের মাঝে চলছে শোক ও ক্ষোভের ঢেউ।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ