আজ শুক্রবার

১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

এখন সময়:

ভোর ৫:৫১

মতলব উত্তরে প্রথম ম্যারাথন, ‘নদী রক্ষার’ ডাকে তরুণরা

48 Views

মতলব উত্তরে নদী সংরক্ষণ ও স্বাস্থ্য সচেতনতার বার্তা নিয়ে প্রথমবারের মতো ম্যারাথন দৌড়ের আয়োজন করেছে শরীরচর্চা ভিত্তিক সংগঠন ‘মতলব ফিটনেস ক্লাব’।

“নদী বাঁচলে, বাঁচবে মতলব” শ্লোগানে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত আয়োজিত এই ম্যারাথনে শিক্ষক-শিক্ষার্থীসহ অর্ধশতাধিকেরও বেশি মানুষ অংশ নেন।

“Run For River” শ্লোগানে ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া ৩ কিলোমিটারের এই ম্যারাথনের মাধ্যমে নদী রক্ষা ও সুস্থ জীবনধারার গুরুত্ব তুলে ধরা হয়। সকাল ৬টা ১০ মিনিটে প্রস্তুতি সম্পন্ন করে ৬টা ৪৫ মিনিটে মোট ৬০ জন অংশগ্রহণকারী দৌড় শুরু করেন।

ম্যারাথন চলাকালে অংশগ্রহণকারীদের জন্য হাইড্রেশন পয়েন্ট, এনার্জি ড্রিঙ্ক, শুষ্ক খাবার ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হয়। দৌড় শেষে অতিথিরা অংশগ্রহণকারীদের গলায় মেডেল পরিয়ে উৎসাহ প্রদান করেন।

ইভেন্টে অংশ নিয়ে ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সহকারী অধ্যাপক (নিউরোসার্জারী) ডাঃ মো. বশীর আহম্মেদ খান হৃদয় বলেন, “নদী ও পরিবেশ রক্ষা ছাড়া সুস্থ সমাজ গড়া সম্ভব নয়। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা তৈরি করে। ভবিষ্যতে এমন উদ্যোগ আরও বিস্তৃত হবে বলে আমি আশাবাদী।”

সহকারী অধ্যাপক (শিশু) ডাঃ ইসমাইল হোসেন বলেন, “শিশু ও তরুণদের শারীরিক সুস্থতা নিশ্চিত করতে খেলাধুলা ও সচেতনতামূলক কর্মকাণ্ড অত্যন্ত জরুরি। নদী রক্ষার মতো গুরুত্বপূর্ণ ইস্যুকে কেন্দ্র করে এই ম্যারাথন একটি সময়োপযোগী উদ্যোগ। বর্তমান প্রজন্মকে মোবাইল ফোন-মাদকের আসক্তি থেকে বাঁচাতেও এই উদ্যোগ কাজে লাগবে।

ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজীর আহমেদ বলেন, “শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করতে এমন ব্যতিক্রমধর্মী আয়োজন অত্যন্ত কার্যকর। নদী রক্ষা ও সুস্থ জীবনধারার বার্তা একসঙ্গে পৌঁছে দিতে এই ম্যারাথন প্রশংসার দাবি রাখে। আমি চাই, উপজেলার প্রত্যেকটি স্কুলের শিক্ষার্থীরা মিলে এই কাজকে একদিন আরও সমৃদ্ধ করবে।

মতলব উত্তর অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও মতলব টুডে সম্পাদক মাহফুজুর রহমান বলেন, “মতলব উত্তরে প্রথমবারের মতো এমন আয়োজন একটি ইতিবাচক দৃষ্টান্ত। নদী রক্ষা ও সামাজিক সচেতনতা তৈরিতে তরুণদের এই উদ্যোগ ভবিষ্যতে আরও বড় আন্দোলনে রূপ নেবে বলে বিশ্বাস করি। ভবিষ্যতেও তারা নতুন নতুন শ্লোগানে মতলবে নতুন জাগরণ সৃষ্টি করবে।

এদিকে আয়োজকরা জানান, ভবিষ্যতে মতলবের বিভিন্ন সামাজিক সমস্যা ও সম্ভাবনাকে সামনে রেখে ভিন্ন ভিন্ন শ্লোগানে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ