আজ বৃহস্পতিবার

৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

৬ই সফর, ১৪৪৭ হিজরি

এখন সময়:

রাত ১:০৩

ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন

39 Views

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির (রেজি নং ৭৫/চাঁদ ৯৮) নির্বাচন সম্পন্ন হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির ৫৫৭ জন ভোটারের মধ্যে ৫৩৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে আব্দুল মান্নান লস্কর (চেয়ার)২৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ কাউছারুল আবেদীন লিটন (ছাতা) পেয়েছেন ২৬৬ ভোট।

সহ-সভাপতি পদে এসএম মিন্টু মিয়া (জিরাপ) ৩১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ শাহআলম (বই) পেয়েছেন ২১৯ ভোট।

আগেই সাধারন সম্পাদক ও সম্মানিত সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সাধারন সম্পাদক পদে শাহাদাত হোসেন ও সদস্য পদে রহমত উল্লাহ সরকার,জাকির হোসেন জুয়েল,শাহ আলম বেপারী, মকবুল খান, মোঃ আলাউদ্দিন, মোঃ মিজানুর রহমান, নূর মোহাম্মদ খান, মোঃ শরীফ হোসেন ও নাজিম হোসেন।

নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ইউ আর সি ইন্সট্রক্টর শফিকুল ইসলাম।

প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করছেন উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ ফারুক আলম। নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করছেন আবু সাইদ ও মানিক ফরাজি।

সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ ফারুক আলম জানান, নির্বাচনের শৃঙ্খলা বজায় রাখতে মাঠে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা নিয়োজিত ছিলেন। মাঠে সার্বক্ষনিক ভ্রাম্যমান মোবাইল কোর্ট পর্যবেক্ষনে করেন।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পর্যবেক্ষনের জন্য মনিটরিং সেল গঠন করা হয়েছিল। তিনি শান্তি পূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সকলকে ধন্যবাদ জানান।

বনিক সমিতির নির্বাচিত সভাপতি আব্দুল মান্নান লস্কর বলেন, আমাকে নির্বাচিত করায় বণিক সমিতির সকল সদস্যকে ধন্যবাদ জানাই। বণিক সমিতির উন্নয়নে সকল সদস্যদের নিয়ে কাজ করবো।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!