আজ বৃহস্পতিবার

৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

এখন সময়:

বিকাল ৪:৫২

আইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন প্রোটিয়া তারকা, পিসিবির আইনি নোটিশ

এমদাদুল হাসান

বিশেষ প্রতিনিধি

দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার করবিন বোশ পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে নিজের নাম প্রত্যাহার করায় তাকে আইনি নোটিশ পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোশ পেশোয়ার জালমির স্কোয়াডে ছিলেন, তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুযোগ পেয়ে তিনি পিএসএল থেকে সরে দাঁড়িয়েছেন। পিসিবি এ কারণে চুক্তিভঙ্গের অভিযোগ এনে তার কাছে ব্যাখ্যা চেয়েছে।

৩০ বছর বয়সী অলরাউন্ডার বোশকে চলতি আসরের জন্য পিএসএল দল পেশোয়ার জালমি দলে নিয়েছিল। তবে সম্প্রতি মুম্বাই ইন্ডিয়ান্স তাকে দলে নিয়েছে আইপিএলে। লিজাদ উইলিয়ামস ইনজুরির কারণে ছিটকে যাওয়ায় তার পরিবর্তে মুম্বাই স্কোয়াডে সুযোগ পেয়েছেন বোশ। ফলে পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

বোশের এই সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ‘চুক্তিভঙ্গের জন্য বোশের এজেন্টের মাধ্যমে তাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। তার এই সিদ্ধান্তের যৌক্তিক ব্যাখ্যা চাওয়া হয়েছে।’

পিসিবির বিবৃতিতে আরও বলা হয়, ‘বোশের পিএসএল থেকে সরে দাঁড়ানোর ফলে কী কী প্রভাব পড়বে, তা তাকে জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তাকে তার সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে হবে। তবে এই বিষয়ে পিসিবি আর কোনো মন্তব্য করবে না।’

এ বছরের পিএসএল ১১ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে ২৫ মে পর্যন্ত। অন্যদিকে, আইপিএল শুরু হবে ২২ মার্চ এবং শেষ হবে একই দিনে—২৫ মে। বোশের মতো আরও অনেক বিদেশি ক্রিকেটার দুই লিগের সূচি নিয়ে দোটানায় ছিলেন, তবে বোশ সরাসরি আইপিএল বেছে নেওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পিসিবি।

বোশ এখন আইপিএলে নিজের নতুন দলে যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছেন। তবে পিসিবির আইনি নোটিশের জবাবে তিনি কী ব্যাখ্যা দেন, সেটাই এখন দেখার বিষয়।

Share This Article
Leave a Comment