আজ বৃহস্পতিবার

৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

এখন সময়:

বিকাল ৪:৪৯

ওয়ার্ড প্রশাসক নিয়োগ নিয়ে ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

এমদাদুল হাসান

বিশেষ প্রতিনিধি

ওয়ার্ড প্রশাসক নিয়োগ দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (১৯ মার্চ) বিকালে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘স্থানীয় সরকার বিভাগ থেকে ওয়ার্ড প্রশাসক নিয়োগ দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। এখনো স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি সরকারের বিবেচনাধীন। নির্বাচনের সিদ্ধান্ত চূড়ান্ত হবার পূর্বে প্রশাসক নিয়োগের প্রশ্ন অবান্তর।’

নাগরিক সেবা নিয়ে তিনি বলেন, ‘জনগণের প্রাত্যহিক নানা সেবার প্রয়োজনে স্থানীয় সরকারের ওপর নির্ভরশীল। সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি ও পৌর ওয়ার্ডগুলোতে জনপ্রতিনিধি না থাকায় এসব সেবা ব্যাহত হচ্ছে।’

উপদেষ্টা আফিস বলেন, ‘তাই জনগণের প্রাত্যহিক দুর্ভোগ নিরসনে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে বারবার বলছি। তবে এ বিষয়ে সরকারের চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। নির্বাচনের মাধ্যমে প্রকৃত জনপ্রতিনিধি দিয়ে স্থানীয় সরকার পরিচালনাই সর্বোত্তম।’

Share This Article
Leave a Comment