চাঁদপুরের মতলব উত্তরে ১০ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী শিশুর পরিবার বাদী হয়ে মতলব উত্তর থানায় অভিযোগ দায়ের করেছেন।
শনিবার (২২ মার্চ) দুপুরে মতলব উত্তর উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়নের মুক্তির কান্দি গ্রামের ভাণ্ডারী বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগীর বাড়ির পাশে ভাণ্ডারী বাজার, ওই বাজারে এক লোককে খুঁজতে শিশুটি বজলুর রহমান (৪৫)-এর চায়ের দোকানে যায়। ওই সময় দোকানের আশেপাশে লোকজন না থাকায় শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে বজলুর। শিশুটি চিৎকার দিলে ধর্ষণে ব্যর্থ হয়ে পালিয়ে যায় চা দোকানি। পরে শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি তার মাকে অবহিত করে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেফতারে চেষ্টা করছে।