আজ বৃহস্পতিবার

৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

এখন সময়:

বিকাল ৪:৫৪

২৪’র অভ্যুত্থান একাত্তরের স্বাধীনতা রক্ষা করেছে: আসিফ

মাহফুজুর রহমান

একাত্তরে অর্জিত স্বাধীনতা রক্ষা করতেই চব্বিশের অভ্যুত্থান হয়েছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ বুধবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন তিনি। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ কথা বলেন।

এদিকে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১ এর বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শহীদদের স্মরণে ফুল দিয়েছেন প্রধান বিচারপতি, বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও উপদেষ্টামণ্ডলী।
এছাড়া আজ ৫৫তম স্বাধীনতা দিবস উদযাপন করছেন দেশের নানা শ্রেণি নানা পেশার মানুষজন।

এদিন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘৭১ দেশকে জন্ম দিয়েছে, তবে বিগত সময়ে স্বাধীনতার ধারণা নষ্ট করা হয়েছে। একাত্তরে অর্জিত স্বাধীনতা রক্ষা করতেই চব্বিশের অভ্যুত্থান হয়েছে।’

এমআর

Share This Article
Leave a Comment