চাঁদপুরের মতলব উত্তরে নিজ দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে পরিত্যক্ত ঘর পোড়ানো ও একটি পর্নোগ্রাফি মামলা দায়ের করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের এক নেত্রী। এদিকে তাঁর মামলাকে মিথ্যা দাবি করে তা প্রত্যাহারের দাবিতে এলাকবাসীর ব্যানারে বিক্ষোভ করা হয়েছে ।
বুধবার (২৬ মার্চ) দুপুরে মতলবের ছেঙ্গারচর বাজারে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। মামলায় আসামিরা হলেন- যুবদল নেতা শাহজালাল, জিশান আহমেদ, ছাত্রদল নেতা অন্তর, রফিকুল ইসলাম, রুহুল আমিন ও বাবু। এ ছাড়া বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়। দুই মামলায় একই আসামিদের নাম উল্লেখ করা হয়েছে। ওই নেত্রীর নাম জোবাইদা ইসলাম জেরিন। তিনি কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
তাঁর অভিযোগ, গত ১৮ মার্চ উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের নবীপুর গ্রামে তারাবি নামাজের পর অভিযুক্তরা তাঁর পরিত্যক্ত একটি বাড়িতে আগুন ধরিয়ে। এ ঘটনায় ১৯ মার্চ থানায় মামলা করেন তিনি।
ছাত্রদলের এই নেত্রী আরও জানান, ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির কয়েকজন নেতা-কর্মী তাঁকে হুমকি দেন। এরপর ওইদিন তাঁর পরিত্যক্ত বাড়িতে আগুন দেওয়া হয়। এ ছাড়া তাঁর ছবি নিয়ে সামাজিক মাধ্যম বিভিন্ন জায়গায় কুরুচিপূর্ণ করা হয়েছে। এই জন্য তিনি পর্নোগ্রাফি মামলা করেছেন। তাঁর দাবি, অভিযুক্তরা আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল।
এদিকে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় নেতা-কর্মীরা ও এলাকাবাসী। তাঁদের দাবি, ছাত্রদল নেত্রী জেরিন ও তাঁর স্বামী মাজহারুল হঠাৎ করে এলাকায় এসে নিজেকে রাজনীতিতে প্রভাব বিস্তার করতে এলাকায় যুবদল নেতা শাহজালাল, জিশান আহমেদ, ছাত্রদল নেতা অন্তরসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন। এইসব মামলা প্রত্যাহারের দাবি তাদের।
আরও পড়ুন
এ বিষয়ে মতলব উত্তর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, দুটো মামলার মধ্যে ঘর পোড়ানো মামলায় সকল আসামি জামিনে রয়েছে। পর্নোগ্রাফি মামলায় দুজন গ্রেপ্তার করা হয়েছে। মামলাগুলোর তদন্ত কাজ চলমান রয়েছে।