আজ শুক্রবার

৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

এখন সময়:

সন্ধ্যা ৭:৪৬

হাতকড়া পরে সংবাদ সম্মেলনে আফরান নিশো

মাহফুজুর রহমান

কয়েদির পোশাকে হাতকড়া পরে পুলিশের গাড়ি থেকে যখন নিশান নামলো, তখন চারপাশের সবাই হতচকিত হয়ে যান। সাংবাদিকরা ভিড় করে আছে গাড়িটি ঘিরে। স্লোগান উঠছে, ‘নিশানের ফাঁসি চাই’।

এমন এক অভিনব পরিকল্পনায় ‘দাগি’র প্রচার করলেন অভিনেতা আফরান নিশো। কয়েদির বেশে হাজির হলেন সংবাদ মাধ্যমের সামনে। ২৭ মার্চ বিকেলে রাজধানীর গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত হয় এই সংবাদ সম্মেলন।

আয়োজনে উপস্থিত ছিলেন সিনেমাটির প্রযোজক এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড–এর ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার শাকিল, সহ–প্রযোজক চরকি–এর সিইও রেদওয়ান রনি, নির্মাতা শিহাব শাহীন, অভিনয়শিল্পী তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, মনিরা মিঠু, সংগীতশিল্পী মাশা ইসলাম, জেফার রহমান, কবি–ঔপন্যাসিক–গীতিকার সাদাত হোসাইন।মঞ্চে নিশোর হাতকড়া খুলে দেন নির্মাতা শিহাব শাহীন। হাতকড়া খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে নিশো সেটি শিহাব শাহীনের হাতে লাগিয়ে দেয়ার চেষ্টা করেন। পুরো ঘটনাটা অতিথিদের মধ্যে হাস্যরসের তৈরি করে। নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘‘এই গল্পে ক্ষমা বড় একটা বিষয়। সবার আগে এই গল্প চরকিকে শুনিয়েছিলাম।

এরপর এসভিএফ আলফা আইকে শোনাই। এটা একজন সাজাপ্রাপ্ত মানুষের জার্নি। শুরু থেকেই এতে নিশোকেই ভেবেছিলাম। কিছু শঙ্কা তৈরি হয়েছিল, কিন্তু নিশো সব শঙ্কা কাটিয়ে এই জার্নিতে যুক্ত হয়। ‘দাগি’ নির্মাণে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। এটি ভীষণ সততার সঙ্গে বানানো একটি সিনেমা।”হাতে হাতকড়া নিয়ে কয়েদির পোশাকে নিশোর ছবি ততক্ষণে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘এই প্রচার হয়তো দর্শকদের প্রেক্ষাগৃহে আনতে সাহায্য করবে। কিন্তু সবচেয়ে ভালো প্রমোশন হবে যখন দর্শকরা সিনেমাটি দেখে ভালো বলবেন। আমার মনে হয় দর্শকরা তাদের প্রত্যাশা অনুযায়ী একটা সিনেমা দেখতে পারবেন।’চরকির সিইও রেদওয়ান রনি বলেন, ‘আমরা অনেক কনটেন্ট নিয়েই কথা বলি। কিন্তু যখন কোনও প্রজেক্টে যুক্ত হই তখন বুঝতে হবে সেটাতে বিশেষ কিছু আছে। আমরা দর্শকদের জন্য কাজ করি এবং বিশেষ এ কাজটি দর্শকদের জন্য উপহার।’

কথার এক পর্যায়ে দেখানো হয় সিনেমাটির ট্রেলার। অনলাইনে প্রকাশের আগে সংবাদ সম্মেলনে ট্রেলারটি দেখানো হয় প্রথমবারের মতো। নিশান চরিত্রের কারাবাস, সেখান থেকে ফিরে আসা এবং জীবনের একটা লক্ষ্য খুঁজে বের করার কিছু ইঙ্গিত পাওয়া গেছে ট্রেলারে।

ট্রেলারের লিংক:
‘দাগি’ সিনেমায় জেরিন চরিত্রে অভিনয় করেছেন তমা মির্জা। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘জেরিন হয়ে ওঠার পেছনে একটা বড় জার্নি ছিল। এতে আমাকে সবসময় সাপোর্ট করার জন্য শিহাব শাহীনকে ধন্যবাদ। আর চরকির সঙ্গে আমার সম্পর্ক অনেক বছরের। চরকি আমার পরিবার। আর আলফা আইকে ধন্যবাদ আমাকে আবার বড় পর্দায় তুলে আনার জন্য। আর নিশো ভাইয়ের ব্যাপারে কী বলব! বস তো বসই!’

আয়োজনে সবশেষে কথা বলেন আফরান নিশো। তিনি বলেন, ‘যে কোনও কাজের ক্ষেত্রে প্রস্তুতি খুব জরুরি। ভালো প্রস্তুতির জন্য সময় কত লাগলো, সেটা ব্যাপার না। সংখ্যার চেয়ে মান বজায় রাখা জরুরি। ভালো কাজ করতে চাইলে অস্থিরতা থাকলে চলে না।’

টিজার লিংক:
নির্মাতা শিহাব শাহীনকে নিয়ে নিশো বলেন, ‘শিহাব শাহীন একজন আপডেটেড নির্মাতা। তিনি নিজেকে সময়ের সঙ্গে ধরে রাখতে পারেন। তার সঙ্গে আমার অনেক তর্ক হয়, কিন্তু সত্যি বলতে তাকে আমি অনেক ভালোবাসি।’
গানের লিংক:
ঈদের দিন থেকে সারা দেশে প্রদর্শিত হবে ‘দাগি’। এ সিনেমার মাধ্যমে দ্বিতীয়বারের মতো বড় পর্দায় ফিরছেন আফরান নিশো। তমা–নিশো জুটিরও এটি দ্বিতীয় সিনেমা। এমনকি নির্মাতা শিহাব শাহীনেরও দ্বিতীয় সিনেমা এটি। ‘দাগি’ সিনেমায় প্রথমবারের মতো গানও গেয়েছেন আফরান নিশো। সিনেমাটির টাইটেল ট্র্যাকে আরাফাত মহসীন নিধির সঙ্গে কণ্ঠ দিয়েছেন আফরান নিশো।শিহাব শাহীন পরিচালিত সিনেমাটি পেয়েছে ইউ গ্রেডের (ইউনিভার্সাল গ্রেড) সেন্সর সার্টিফিকেট। অর্থাৎ সব বয়সীরাই দেখতে পারবেন ‘দাগি’ সিনেমা। এরইমধ্যে প্রকাশ পেয়েছে টিজার, রোমান্টিক গান, অফিশিয়াল পোস্টার।
টিজার লিংক:
সৈয়দপুর, রাজশাহী, ঢাকায় হয়েছে ‘দাগি’ সিনেমার শুটিং। সিনেমায় অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতুসহ অনেকে। ’দাগি’ সিনেমার গল্প, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন নির্মাতা শিহাব শাহীন।

Share This Article
Leave a Comment