আজ বৃহস্পতিবার

১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

এখন সময়:

সকাল ৬:০২

মতলব উত্তরের ১০ গ্রামে আগামীকাল ঈদ

203 Views

সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশসমূহের সঙ্গে মিল রেখে আগামীকাল মতলব উত্তরের পাঁচ আনী,দক্ষিণ পাঁচআনী,দেওয়ানকান্দি,বাহেরচর পাঁচআনী,লতুরদী, মধ্য মাথাভাঙ্গাসহ কয়েকটি এলাকায় আগাম পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

রবিবার (৩০ মার্চ) সকাল থেকে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে মতলব উত্তরের ১০ টি গ্রামে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।

স্থানীয় অনুসারীরা জানান, আমরা চট্টগ্রামের মির্জাখিল দরবার শরীফের অনুসারী হিসাবেই সৌদিসহ অন্যান্য মুসলিম রাষ্ট্রের সঙ্গে মিল রেখে বিগত বছরগুলোর মতো এবারও আমরা কয়েক গ্রামের মানুষ ঈদুল ফিতর উদযাপন করবো। আমরা আগাম ঈদ উদযাপন করছি এটা ঠিক না। আমরাই সঠিকভাবে ঈদ উদযাপন করে থাকি। আমাদের পূর্ব পুরুষরাও এভাবে সঠিক নিয়মে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করে এসেছে। তারা দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

জানা গেছে, ১৯২৮ সাল থেকে ওইসব গ্রামের লোকজন সৌদি আরবের সঙ্গে মিল রেখে ইসলামের সব ধর্মীয় রীতি-নীতি অনুসরণ করে আসছেন।

সাংবাদিক বোরহান উদ্দিন ডালিম বলেন, ইমাম আবু হানিফার মতাদর্শে বিশ্বের যে কোনো দেশের আকাশে চাঁদ দেখা গেলে ঈদ উদযাপন করতে হবে। ১২০০-১৩০০ বছর আগে চাঁদ দেখার খবর পেতে দেরি হওয়াতে একদিন পরে ঈদ হতো। কিন্তু এখন তথ্য প্রযুক্তির যুগে চাঁদ ওঠার খবর মুহূর্তে জানা যাচ্ছে। তাই যে কোনো জায়গায় চাঁদ দেখা গেলেই ঈদ উদযাপন করা উচিত। তাই দীর্ঘদিন ধরে আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করি।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক বলেন, আমি যোগদানের পরে শুনেছি মতলব উত্তরের কয়েকটি গ্রামে ঈদুল ফিতর ও ঈদুল আজহা একদিন আগে হয়ে আসছে। প্রত্যেকে যার যার তারিকা অনুযায়ী তার ধর্মীয় উৎসব ঈদের আনন্দ উপভোগ করবে। আর এজন্য পুলিশের পক্ষ থেকে ঈদের জামাতসহ সার্বিক নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!