আজ শুক্রবার

৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

এখন সময়:

সন্ধ্যা ৭:৪৪

ঈদের আগেই ‘সিকান্দার’ দাপট দেখছে বলিউড

মাহফুজুর রহমান

আসছে ঈদে বলিউডে মুক্তি পাচ্ছে সালমান খানের অ্যাকশন সিনেমা ‘সিকান্দার’। আগামী ৩০ মার্চ ভারতের প্রেক্ষাগৃহে দেখা যাবে ছবিটি। তবে মুক্তির আগেই যেন দাপট দেখিয়ে দিলো সালমান! ইতোমধ্যে ছবিটির বড় সংখ্যক অগ্রিম বুকিং সেরে ফেলেছে দর্শকেরা।

ভারতীয় গণমাধ্যমের খবর, ইতোমধ্যেই ৯.৩০ কোটি রুপির অগ্রিম বুকিং সম্পন্ন হয়েছে ‘সিকান্দার’-এর। খুব তাড়াতাড়ি যে তা ১০ কোটির ঘরে পৌঁছে যাবে, তা বলার অপেক্ষা রাখে না।

গত বুধবার থেকে অগ্রিম টিকিট বুকিং শুরু হয়েছে। সিনেপ্রেমীদের চোখও বক্স অফিসের দিকে। হিসাব বলছে, টু-ডি শো-এর বিক্রি এখন ছুঁয়েছে ৩.৯৫ কোটি। আইম্যাক্স স্ক্রিনিংয়ের সংখ্যা করলে সেটাও প্রায় ৩.৯৮ কোটি। তবে মহারাষ্ট্র, দিল্লিতে বেশি ব্যবসা করতে চলেছে ‘সিকান্দার’।

উল্লেখ্য, ছবিটি কতটা ব্যবসা করবে, তা অনেকাংশে নির্ভর করে টিকিটের দামের ওপর। বড় শহরগুলোতে টিকিটের দাম তুলনামূলক অনেকটাই বেশি। টিকিটের চাহিদায় দাম কোথাও ২ হাজার ছুঁয়েছে, কোথাও তা ১৯০০। সিংগেল স্ক্রিনেও অনেক জায়গায় দাম ৭০০-এর ঘরে। তা সত্ত্বেও ভাইজানের প্রতি ভালবাসা একটুও কমেনি ভক্তদের। ঈদের আবহে বড় পর্দায় প্রিয় সালমানকে দেখতে উৎসাহী অনুরাগীরা- তা বলার বাকি রাখে না।

Share This Article
Leave a Comment