পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের প্লেয়ার্স ড্রাফটে দল না পেলেও রেকর্ডগড়া পারফরম্যান্সের কারণে শেষ পর্যন্ত ডাক পেলেন শাহিবজাদা ফারহান। পাকিস্তানের ঘরোয়া প্রতিযোগিতা ন্যাশনাল টি২০ কাপে অসাধারণ ব্যাটিং করে নজর কাড়েন তিনি। মাত্র ৭ ইনিংসে ৩টি সেঞ্চুরি ও দুই ফিফটিতে ৬০৫ রান সংগ্রহ করে পিএসএলে সুযোগ পেয়েছেন ফারহান। ক্রিকেটপাকিস্তান
ন্যাশনাল টি২০ কাপের সর্বোচ্চ রানসংগ্রাহক ফারহানকে দলে নিয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমাদের স্কোয়াডের ২০তম সদস্য হিসেবে শাহিবজাদা ফারহানের নাম ঘোষণায় আমরা আনন্দিত।’ তিনি সাপ্লিমেন্টারি ক্যাটাগরি থেকে দলে সুযোগ পেয়েছেন।
এর আগেও ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে পিএসএলে খেলেছেন ২৯ বছর বয়সী এই ব্যাটার। এমনকি দ্বিতীয় আসরে দলের শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। ইসলামাবাদ ইউনাইটেডের মতে, ‘পিএসএলের দ্বিতীয় আসরে ইউনাইটেডকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ফারহান। তার সাম্প্রতিক পারফরম্যান্স আবারও তাকে পিএসএলে ফিরিয়ে এনেছে।’
ইসলামাবাদ ইউনাইটেডের প্রধান কোচ মাইক হেসন ফারহানের প্রশংসা করে বলেন, ‘এখানে বেঞ্চও শক্তিশালী রাখতে হয়, এমন প্লেয়ারদের নিয়ে যারা ম্যাচ খেলতেও প্রস্তুত। ফারহানের ঘরোয়া ক্রিকেটের ফর্ম এবং অভিজ্ঞতা প্রমাণ করেছে, যখনই দলের যা প্রয়োজন সেটি পূরণ করতে পারে এবং জায়গা করে নিতে পারে একাদশে।’
বিশ্বের মাত্র পঞ্চম ক্রিকেটার হিসেবে একটি টি টোয়েন্টি টুর্নামেন্টে তিনটি সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন শাহিবজাদা ফারহান। তার সর্বোচ্চ ইনিংস ১৬২*, যা টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এ ছাড়া ৬০৫ রান সংগ্রহ করে তিনি পাকিস্তানের কোনো টি টোয়েন্টি টুর্নামেন্টের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন। এতদিন রেকর্ডটি ছিল ফখর জামানের দখলে, যিনি ২০২২ পিএসএলে ১৩ ইনিংসে ৫৮৮ রান করেছিলেন।
আগামী ১১ এপ্রিল থেকে শুরু হবে পিএসএলের দশম আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ও দুইবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। ম্যাচটি অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৪টি ভেন্যুতে (রাওয়ালপিন্ডি, করাচি, মুলতান ও লাহোর)। প্লে-অফ ম্যাচ হবে ১৩ মে রাওয়ালপিন্ডিতে এবং ১৪ ও ১৬ মে লাহোরে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ মে, লাহোরে।