আজ রবিবার

১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

১৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

এখন সময়:

ভোর ৫:০২

মতলবে পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

32 Views

এইচএসসি পরীক্ষা কেন্দ্র মতলব সরকারি কলেজ থেকে নারায়ণপুর কলেজ কেন্দ্রে স্থানান্তর করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে মুন্সি আজিম উদ্দিন কলেজের শিক্ষার্থীরা। তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার এই কেন্দ্রটির পরিবর্তন চায়।

সোমবার সকালে ১৯ মে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে এবং সড়কে শিক্ষার্থীরা মতলব থেকে এসে এই মানববন্ধন কর্মসূচি পালন এবং জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করে। এ সময় তাদের সাথে অধ্যক্ষ জসীমউদ্দীনসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব মুন্সি আজিম উদ্দিন কলেজের শিক্ষার্থী হাছিব, ফরহাদ, রিপন ও স্বাধীন জানায়,তাদের কলেজটি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় অবস্থিত। মুন্সী আজিম উদ্দিন কলেজ হতে এ বছর এইচএসসি পরীক্ষা ২০২৫ এর পরীক্ষার্থী ১১৫ জন। তার মধ্যে ছাত্রী-৬৩ জন ও ছাত্র ৩২ জন। আমাদের অধিকাংশ শিক্ষার্থীদের মতো গরীব, কৃষক দিনমজুর অসহায় জনগোষ্ঠীর সন্তান। আমাদের কলেজের এইচএসসি পরীক্ষা কেন্দ্র ৫ কিলোমিটার দূরে মতলব দক্ষিনে মতলব সরকারি কলেজ কেন্দ্রে ছিল। আমাদের এইচএসসি ২০২৫ পরীক্ষা কেন্দ্র মতলব সরকারি কলেজ হতে আরো ১ কিলোমিটার দূরে নারায়নপুর ডিগ্রি কলেজে পরিবর্তন করা হয়। অনেক শিক্ষার্থীর বাড়ি কলেজ থেকে ৫/৭ কিলোমিটার দূরে। সব মিলিয়ে নারায়নপুর কেন্দ্রের দূরুত্ব প্রায় ৩৫ কিলোমিটার। এ দূরের পথ অতিক্রম করতে ৩/৪ বার গাড়ী পরিবর্তন করতে হয়।

পরীক্ষার সময় পুরোপুরি বর্ষাকাল ও অনবরত বৃষ্টির সময় গ্রাামীন এলাকায় যাতায়াত খুব কষ্টকর। অধিকাংশ নারী শিক্ষার্থীর পক্ষে এত দূরত্বের পথ অতিক্রম করে পরীক্ষায় অংশগ্রহণ করা সম্ভব নয়। অথচ মুন্সী আজিম উদ্দিন কলেজের ৫ কিলোমিটারের মধ্যে ২টি পরীক্ষা কেন্দ্র্র, মতলব সরকারি কলেজ ও রয়মনেন নেছা ডিগ্রি কলেজ।
আমরা আজিম উদ্দিন কলেজের উচ্চ মাধ্যামিক পরীক্ষা ২০২৫ এর কেন্দ্র পূর্বের ন্যায় মতলব রেখে আমরা গরীব কৃষক দিনমজুর অসহায় জনগোষ্ঠীর সন্তানদের শিক্ষার ধারা অব্যাহত রাখার জন্য জেলা প্রশাসকের নিকট আবেদন করছি।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!