আজ রবিবার

১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

১৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

এখন সময়:

ভোর ৫:৫৩

মতলবে জনপ্রশাসন সংস্কার কমিশন সদস্যের ওপর হামলা, গ্রেপ্তার ১

30 Views

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন সংস্কার কমিশনের শিক্ষার্থী প্রতিনিধি মেহেদী হাসানের ওপর হামলা চালিয়েছে নিষিদ্ধ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের নেতারা। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ মে) রাত সাড়ে ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, রাত সাড়ে ১০টার দিকে চাঁদপুর জেলার দক্ষিণ মতলব থানার নারায়নপুর পূর্ব বাজারে এ হামলার ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত হামলাকারীর নাম শাহজাহান। তিনি নিষিদ্ধ সংগঠন স্বেচ্ছাসেবকলীগের নারায়নপুর ইউনিয়নের সভাপতি।

আহত মেহেদী হাসান বর্তমানে চাঁদপুর স্থানীয় একটি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তিনি আহত মেহেদী হাসান মতলব দক্ষিণ উপজেলার পাঁচঘড়িয়া গ্রামের হানিফ খানের ছেলে। মেহেদী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৮ বর্ষের শিক্ষার্থী। এর আগে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ভুক্তভোগী মেহেদী হাসান বলেন, আমি নিজের এলাকার পাশে ছিলাম। সেখানে একদল মাদক ব্যবসায় জড়িত। তাদের সঙ্গে কথা বলতে গেলে তারা আমাকে ঘিরে ধরে। এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র নিয়ে এসে আমার ওপর অতর্কিত হামলা করে।

এ বিষয়ে চাঁদপুর মতলব থানার (দক্ষিণ) ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহম্মেদ বলেন, ঘটনা শোনা মাত্রই আমি ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করেছি এবং মেহেদীকে চাঁদপুর হাসপাতালে আমি নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করি। বর্তমানে সেনাবাহিনীর টিম ও পুলিশের টিম বাকি হামলাকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। গ্রেপ্তারকৃত হামলাকারী নিষিদ্ধ সংগঠন ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, আমি চাঁদপুর জেলা এসপি ও মতলব থানার ওসির সঙ্গে যোগাযোগ করেছি। তারা ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের বিষয় অভিযান চলছে।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!