আজ বৃহস্পতিবার

১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

এখন সময়:

সকাল ৬:০৫

এসএসসি ০৭ ব্যাচের জমকালো ঈদ পুনর্মিলনী ও মিলনমেলা

138 Views

‘স্মৃতি বন্ধন অটুট রাখি, স্কুলের বন্ধুরা একসাথে থাকি’ এই স্লোগানকে ধারণ করে চাঁদপুরের মতলব উত্তরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শরিফ উল্লাহ স্কুল এন্ড কলেজের এসএসসি ২০০৭ ব্যাচের শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ঈদের তৃতীয় দিনে বিদ্যালয় প্রাঙ্গণে উদযাপন করা হয়েছে এ অনুষ্ঠান।

অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষকদের ফুল দিয়ে ও পুরষ্কার প্রদানের মধ্য দিয়ে বরণ করে নেন প্রাক্তন শিক্ষার্থীরা।

ব্যাচের শিক্ষার্থী এস এম আবু ফাতাহ বাবু ও রেবেকা সুলতানা পপির যৌথ সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন
শরিফ উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. শরীফ উল্লাহ, প্রতিষ্ঠানের প্রাক্তন প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন সরকার, শরিফ উল্লাহ স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য এনামুল সরকার লাদেন, প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, প্রাক্তন সিনিয়র শিক্ষক মো. কামাল উদ্দিন, প্রবীণ শিক্ষক নুর মোহাম্মদ, সিনিয়র শিক্ষক মো. নুরুল আমিন, মোঃ আসাদ উল্লাহ, প্রাক্তন সিনিয়র শিক্ষক মো. বশির, আকলিমা বেগম।

এসময় প্রবাসে অবস্থানরত ব্যাচের প্রাক্তনরাও অনলাইন কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্টানে অংশগ্রহণ করেন।

এদিন সকালে প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে শরীফ উল্লাহ স্কুল এন্ড কলো প্রাঙ্গন। ঐতিহ্যবাহী বিদ্যালয়ের ওই ব্যাচের পুনর্মিলনী উৎসবে সাবেক শিক্ষার্থীরা মেতে উঠেছিলেন আনন্দে, যেন খুঁজে পেয়েছিলেন নিজেদের শৈশব।

সবাইকে আবার একসঙ্গে পেয়ে যেন কর্মজীবনের সব ক্লান্তি দূর হয়ে গিয়েছিল প্রাক্তন শিক্ষার্থীদের। পুরোনো ক্যাম্পাসকে নতুন করে ক্যামেরাবন্দি করে রাখেন তারা। প্রাণের বিদ্যালয়ে মধুর মিলনে সতীর্থরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে বন্ধুত্বের নতুন বন্ধন তৈরি করেন।

পরে মধ্যাহ্ন ভোজ শেষে একে অপরের সঙ্গে আনন্দে মেতে ওঠেন ব্যাচের সব প্রাক্তনরা। এর আগে প্রতিষ্টান প্রাঙ্গনে শিক্ষকদের নিয়ে বৃক্ষরোপণ করেন তারা।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!