আজ বৃহস্পতিবার

৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

৬ই সফর, ১৪৪৭ হিজরি

এখন সময়:

রাত ১২:৫৮

সুস্থ প্রতিযোগিতা থাকতে পারে, সংঘর্ষ-বিবাদ সমর্থনযোগ্য নয়: তানভীর হুদা

160 Views

চাঁদপুরের মতলব উত্তরের নিশ্চিন্তপুর বাজারে বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বিবৃতি দিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রীর পুত্র তানভীর হুদা।

তানভীর হুদা তার পোস্টে উল্লেখ করেন, আসসালামু আলাইকুম, আমার প্রিয় চাঁদপুর-২ (মতলব উত্তর এবং মতলব দক্ষিণ) আসনের বিএনপির কর্মী ভাইয়েরা এবং নেতৃবৃন্দ। দুই দিন আগে মতলব উত্তরের নিশ্চিন্তপুর বাজারে বিএনপির নেতাকর্মীদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত ঘটনা ঘটে। সর্বপ্রথম আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সকল পক্ষের যে সকল নেতাকর্মী আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি ও তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করছি।

দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের অত্যাচার-নির্যাতন সহ্য করে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের নেতা তারেক রহমান সাহেবের এবং সর্বোপরি জিয়া পরিবারের চূড়ান্ত ত্যাগের মাধ্যমে আমাদের প্রাণপ্রিয় এই সংগঠনটি মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় দল হিসেবে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আছে।

আমাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা থাকতেই পারে, কিন্তু নিজেদের মধ্যে কোনো বিবাদ, সংঘর্ষ, উস্কানিমূলক কর্মকাণ্ড কখনোই সমর্থনযোগ্য নয়। নিজেদের মধ্যে রাজনৈতিক কোনো বিরোধ সংগঠিত হলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, তা নিজেদের মধ্যেই আলোচনার মাধ্যমে সমাধান করে এলাকায় শান্তিপূর্ণ অবস্থা ফিরিয়ে আনা উচিত। সাধারণ মানুষ বিবাদ পছন্দ করে না, শান্তি পছন্দ করে।

গত ১৭ বছরে আওয়ামী লীগের দেওয়া বিভিন্ন মামলায় আমাদের এলাকার আমি সহ শত শত নেতাকর্মী ঘরছাড়া ছিল, কোর্টের বারান্দায় দিনের পর দিন হাজির হয়েছে, চরম নির্যাতিত হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিদায়ের পর বিএনপির একজন নেতাকর্মীও যেন রাজনৈতিক মামলায় এই হয়রানির শিকার না হয়, সেটা নিশ্চিত করতে আমি বদ্ধপরিকর।

নিশ্চিন্তপুর ঘটনায় আমার জানামতে দুটি মামলা মতলব উত্তর থানায় জমা পড়েছে। একটি মামলা নথিভুক্ত করে এফআইআর করা হয়েছে, যাতে আসামিরা সবাই বিএনপির নেতাকর্মী। যারা আমার সাথে রাজনৈতিক সহকর্মী হিসেবে মাঠে-ময়দানে কাজ করেন, তাদের কাছে উদার আহ্বান—বিএনপির একজন নেতাকর্মীর বিরুদ্ধেও যেন রাজনৈতিক কোনো মামলা না হয়। নিজেদের মধ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য যা দরকার, তা করুন। 

সেই মর্মে আমি আমার সহযোদ্ধা একটি মামলার বাদীর সম্মতিক্রমে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অনুরোধ করেছি উল্লেখিত মামলাটি গ্রহণ না করার জন্য। মহান আল্লাহতায়ালা আমাদের সকলের সহায় হোন।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!