আজ বুধবার

৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

৫ই সফর, ১৪৪৭ হিজরি

এখন সময়:

বিকাল ৫:২৮

হামলায় চোখ হারানো যুবদল নেতার পাশে তানভীর হুদা

122 Views

চাঁদপুরের মতলব উত্তরে বিএনপির মিছিলে হামলায় আহত হয়ে চোখ হারানো যুবদল নেতার পাশে দাঁড়িয়েছেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী পুত্র তানভীর হুদা।

বৃহস্পতিবার (১২ জুন) রাতে তিনি ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন সরকারকে দেখতে যান। এসময় তিনি মামুন সরকারের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, আহত হওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।

হাসপাতাল থেকে ফিরে তিনি তার ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসে লেখেন— “হে আল্লাহ রাব্বুল আলামিন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মতলব উত্তরের যুগ্ম আহ্বায়ক মামুনকে দ্রুত সুস্থতা দান করুন এবং ধৈর্য ধারণের তাওফিক দিন। এই হানাহানির রাজনীতি এই মুহূর্ত থেকেই বন্ধ হোক। আল্লাহ সকলকে হেদায়েত ও ধৈর্য দান করুক।”

উল্লেখ্য, গত ৯ জুন বিকেলে মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর বাজার এলাকায় বিএনপির একটি শান্তিপূর্ণ মিছিলে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হন মামুন সরকার। পরে তাকে ঢাকায় নেওয়া হলে চিকিৎসকরা জানান, হামলার ফলে তার ডান চোখ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!