আজ বুধবার

৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

৫ই সফর, ১৪৪৭ হিজরি

এখন সময়:

রাত ৯:২৯

মতলব দক্ষিণে কৃষক দলের সেক্রেটারী হলেন আ.লীগ নেতা

128 Views

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৫ নং উপাদী উত্তর ইউনিয়ন কৃষক দলের কমিটিতে আওয়ামী সমর্থিত ব্যক্তি লোকমান হোসেন বেপারীকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ করেন পদবঞ্চিত নেতারা।

শুক্রবার (১৩ জুন) বিকেলে উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা জিয়া বাজারে সাংবাদিক সম্মেলন করে এ দাবী জানান কৃষিবিদ মোঃ শাহপরান।

তিনি আরো বলেন, কোন সম্মেলন ছাড়াই কাউকে না জানিয়ে গত ১৬ মে উপাদী উত্তর ইউনিয়ন কৃষকদলের একটি পকেট কমিটি ঘোষনা করেন উপজেলা কৃষকদলের সভাপতি হানিফ পাটোয়ারী। ওই কমিটির যাকে সাধারণ সম্পাদক করা হয়েছে সে প্রবাসে থাকে।বিগত ১৭ বছরে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কোন কর্মসূচীতে তাকে দেখা যায়নি।হঠাৎ করে প্রবাসী লোকমান হোসেন বেপারীকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষনা করায় এলাকায় উত্তেজনা দেখা দেয়।

এছাড়া পদবঞ্চিত শরীফ প্রধান, ইয়াসিন খান, শাহালম বকাউল, জয় কৃষ্ণ, বাবুল মিয়াজী সোহাগ মৌলবী ও ইমরান হোসেন মির্জা অভিযোগ করে বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমলে আমরা যারা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মোতাবেক দলের বিভিন্ন কর্মসূচি পালন করেছি এবং ওই কর্মসূচি পালন করতে গিয়ে মিথ্যা মামলার শিকার ও কারা নির্যাতিত হয়েছি আমাদের কাউকে না জানিয়ে কৃষক দলের এ পকেট কমিটিটি করা হয়েছে। আমরা অনতিবিলম্বে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসর লোকমান হোসেন বেপারীকে বহিষ্কার সহ কমিটি পূর্ণ গঠন করার জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে উপজেলা কৃষকদলের সভাপতি হানিফ পাটোয়ারির কাছে জানতে চাইলে তিনি বলেন আলোচনা ও ভোটের মাধ্যমে উপাধি উত্তর ইউনিয়ন কৃষক দলের কমিটি করা হয়েছে।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!