আজ রবিবার

১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

১৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

এখন সময়:

রাত ৪:১৯

ওসি ও ইউএনও বরাবর যুবদলের স্মারকলিপি প্রদান

132 Views

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিএনপির মিছিলে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ওসি ও ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার (১৫ জুন) সকালে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদুজ্জামান টিপু কর্তৃক স্বাক্ষরিত এ স্মারকলিপি দাখিল করেন যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ৯ জুন ২০২৫ইং মতলব উত্তর উপজেলার ৫নং সুর্গাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর বাজার এলাকায় দলের ঈদ পুনর্মিলনীর অংশ হিসেবে দলীয় শান্তিপূর্ণ মিছিলে কিছু দুঃস্কৃতকারী অতর্কিত হামলা করে। ওই হামলায় মতলব উত্তর উপজেলা যুবদলের প্রথম যুগ্ম আহ্বায়ক মোঃ ফয়সাল আহমেদ সোহেল ও যুগ্ম আহ্বায়ক মঞ্জুর আহমেদ মামুনসহ যুবদলের একাধিক নেতৃবৃন্দ গুরুতর আহত হন।

হামলাকারীরা যুবদলের যুগ্ম আহ্বায়ক মঞ্জুর আহমেদ মামুনের একটি চোখ উপড়ে ফেলে। পরবর্তীতে মতলব উত্তর থানায় একটি মামলা দাখিল করা হয়। মামলা নং- ০৮, জিআর নং- ৩২৯, তারিখ- ১০/০৬/২০২৫ইং। কিন্তু আমরা গভীর উদ্যোগের সহিত লক্ষ্য করছি যে, উক্ত মামলার আসামীরা এমন নৃশংস ঘটনার পরও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। বাদীসহ আহত অন্যান্যরা নেতাকর্মীদের হুমকি ধমকি দিচ্ছে। এমতাবস্থায়, আমরা আমাদের নিজেদের নিরাপত্তা নিয়ে চরমভাবে শঙ্কিত। সন্ত্রাসীদের অবিলম্বে আইনের আওতায় এনে গ্রেফতার করার জন্য আবেদন করছি।

এসময় উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদুজ্জামান টিপুর নেতৃত্বে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনুসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!