চাঁদপুরের মতলব দক্ষিণে লোটাস-বাড চ্যারিটি ফোরামের ১৪৪৭ হিজরি (২০২৫-২৬) কার্যবছরের নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
সুপ্রিম কাউন্সিলের প্রধান মো. রাকিবুল হাসানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কাউছার আলমকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনে এই ফলাফল প্রকাশ হয়।
রোববার (১৫ জুন) প্রকাশিত নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী ভোটের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সভাপতি হিসেবে রাসেল মাহমুদ ৮৬.৭% এবং সজীব আহামেদ ৬৩.৩% ভোট পেয়ে নির্বাচিত হয়। নবনির্বাচিত কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে পুর্নাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশনা প্রদান করেন নির্বাচন কমিশন।
এর আগে, নির্বাচন কমিশন জুন ১৪-১৫ তারিখ অনলাইনে ভোট গ্রহণ করেন। সুপ্রিম কাউন্সিল নির্বাচনের নিমিত্তে ৩ প্রার্থীকে সভাপতি ও ৩ প্রার্থীকে সাধারণ সম্পাদক হিসেবে নমিনেশন প্রদান করেন।
কমিটির নব নির্বাচিত সভাপতি রাসেল মাহমুদ বর্তমানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগে মাস্টার্সে অধ্যয়ন করছেন। তিনি লোটাড-বাড চ্যারিটি ফোরামে সহ-সভাপতি, এইচআরডি, এবং শিক্ষা বিভাগের পরিচালক হিসেবে বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করেন।
এছাড়াও সাধারণ সম্পাদক সজীব আহামেদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি পূর্বে সাধারণ সম্পাদক, সমাজকল্যান বিভাগ, এবং এইচআরডি বিভাগের পরিচালক হিসেবে নানান মেয়াদে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা “ভিএসও” কর্তৃক আর্থ-আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখায় লোটাস-বাড চ্যারিটি ফোরামকে “জাতীয় স্বেচ্ছাসেবী পুরস্কার” প্রদান করা হয়েছে।