চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সকল ইউনিয়ন শ্রমিক দলের কমিটি বিলুপ্ত ঘোষনা করেছে উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দল।
রবিবার (১৫ জুন) সন্ধ্যায় উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক মোঃ নাছির মৃধা কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মতলব উত্তর উপজেলার সকল ইউনিয়ন শাখার কমিটি বিলুপ্তি ঘোষনা করা হল। শীঘ্রই সকল ইউনিয়ন শ্রমিক দলের নতুন কমিটি গঠন করা হবে।
উপজেলা শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, শ্রমিক দলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সকল ইউনিয়নে নতুন কমিটি গঠন করা হবে। আমরা সকলের সমন্বয়ে, সবাইকে সাথে নিয়ে নতুন কমিটিগুলো গঠন করবো। সবাই আমাদের সহযোগীতা করবেন।