চাঁদপুরের মতলব উত্তর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। গত ১২ জুন চাঁদপুর জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান কর্তৃক স্বাক্ষরিত এ কমিটি ঘোষণা করা হয়।
এতে মতলব উত্তর উপজেলা শ্রমিক দলের সভাপতি পদে মোঃ আব্দুল মালেক, সিনিয়র সহ-সভাপতি মোঃ হযরত আলী, সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন মৃধা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খোকন বেপারী ও সাংগঠনিক সম্পাদক পদে মোঃ সুজন প্রধান। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা শাখায় জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
এদিকে নতুন কমিটি ঘোষনা হওয়ায় রবিবার (১৫ জুন) বিকালে উপজেলার লুধুয়া প্রধান সড়কে আনন্দ মিছিল করেন শ্রমিক দলের নেতৃবৃন্দ। লুধুয়া নয়াকান্দি বাজার থেকে মিছিল শুরু হয়ে আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের বাড়ির সামনে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভায় নবগঠিত উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুল মালেক মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন মৃধার পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি গণি তফাদার, সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, সদস্য মোঃ নুরুজ্জামান, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সভাপতি মমিনুল ইসলাম সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী প্রমুখ। আনন্দ মিছিলে বিএনপি, শ্রমিক দল, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহন করেন।
এসময় বক্তারা নবগঠিত শ্রমিক দলের কমিটি হওয়ায় বিএনপির কেন্দ্রীয় কার্যনিবার্হী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও চাঁদপুর জেলা, মতলব উত্তর উপজেলা বিএনপি, যুবদল, শ্রমিক দল, ছাত্রদল এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বক্তারা।