আজ বুধবার

১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

১৯শে সফর, ১৪৪৭ হিজরি

এখন সময়:

রাত ১০:০৫

মতলবের ৯৬ মাদ্রাসার প্রতিযোগীদের মাঝে প্রথম হলেন মাহিন

177 Views

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলুম মাদ্রাসার কৃতি ছাত্র হাফেজ সাজ্জাদুর রহমান মাহিন ‘কোরআনের আলো ৯৭ সোসাইটি ফাউন্ডেশন’ আয়োজিত জাতীয় কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় সংবর্ধনায় ভাসলেন।

মতলবের ৯৬ টি মাদ্রাসার অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় মাহিনের অসাধারণ কোরআন তেলাওয়াত তাকে শীর্ষ স্থানে নিয়ে আসে। মাহিনের এই কৃতিত্বে আনন্দিত ও গর্বিত পুরো মাদ্রাসা পরিবার।

এ উপলক্ষে শুক্রবার (২০ জুন) বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মাজাকাত হারুন মানিক বলেন, এই মাদ্রাসা প্রতিষ্ঠার পেছনে ছিল একটি স্বপ্ন-এই মাদ্রাসা থেকে এমন কিছু হাফেজ বের হবে যারা কেবল জাতীয় নয়, আন্তর্জাতিক অঙ্গনেও আলো ছড়াবে। মাহিনের এই অর্জন সেই স্বপ্নপূরণের প্রথম ধাপ। আমরা তাকে নিয়ে গর্বিত।

ভবিষ্যতে আরও বড় অর্জনের পথে আমাদের প্রার্থনা ও সহযোগিতা তার সঙ্গে থাকবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার সাধারণ সম্পাদক আলহাজ্ব কামরুজ্জামান।

অনুষ্ঠানে মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মাসরুলুল হক নোমানির সভাপতিত্বে, মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন হাফেজ জুনায়েদ।

বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা মাইনুদ্দিন, নায়েবে মুহতামিম মুফতি নুর হোসেন এবং প্রতিষ্ঠানের প্রথম শিক্ষক হাফেজ মাওলানা ইসরাফিল। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন রায়হান সরকার।

সংবর্ধনা অনুষ্ঠানটি ছিল তরুণ হাফেজদের অনুপ্রেরণা, স্বীকৃতি এবং ভবিষ্যৎ গড়ার এক অনন্য উদাহরণ। স্থানীয় ধর্মপ্রাণ মানুষ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। প্রতিযোগিতার আরেক গর্বিত অংশগ্রহণকারী হাফেজ আবদুল্লাহ ১১তম স্থান অর্জন করে অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করেন।

অনুষ্ঠান শেষে মাদ্রাসার কৃতি ছাত্র হাফেজ সাজ্জাদুর রহমান মাহিন ‘কোরআনের আলো ৯৭ সোসাইটি ফাউন্ডেশন’ আয়োজিত জাতীয় কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় সংগঠনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা ও প্রধান অতিথির পক্ষ থেকে আরো ৫ হাজার টাকা পরীক্ষিত করেন এছাড়া মাদ্রাসার ছাত্রদের ভালো ফলাফল করায় সন্তুষ্ট হয়ে প্রতিটি শিক্ষকদের ও আর্থিক সহযোগিতা করেন প্রধান অতিথি।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!